প্রতিটি বিপদ এবং ঝামেলা থেকে মুক্তি পেতে অনন্য যন্ত্রম / Unique Yantram to get rid from every Danger and Disturbances

সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার অত্যাশ্চর্য যন্ত্রম সম্পর্কে আমি এই প্রবন্ধে আলোচনা করতে চলেছি। এই যন্ত্রমটি সম্ভবত আরবীয় ঘরানার তন্ত্রের একটি অত্যাশ্চর্য অবদান, হিসাবেই মনে করা হয়। বহু প্রাচীনকাল থেকেই এই যন্ত্রমটির ব্যবহার হয়ে আসছে বলেই তন্ত্র গবেষকগণ মনে করে থাকেন, কারণ আরবীয় সভ্যতায় এমন বহু বহু যন্ত্রমের সন্ধান পাওয়া যায়।

তবে তখনকার বিপদ আপদ তো আর বর্তমানের বিপদ আপদের মতো ছিল না, তখনকার ব্যবস্থার সাথে বর্তমানের সভ্যতার ফারাকের কথা মাথায় রেখে ও এখানকার দিনে যন্ত্রমটির ব্যবহার করে, গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, যে এই ধরনের সব যন্ত্রমগুলির ব্যবহারের ফলাফল যথেষ্টই কৌতূহলোদ্দীপক ও সদর্থক।

এই ধরনের যন্ত্রমগুলির ব্যবহার,আরবীয় সভ্যতায় তন্ত্রের জয়ধ্বনি প্রকাশ করে, তা তো বলাইবাহুল্য, সাথে সাথে আমাদের বর্তমান জীবনের ও বহু সমস্যা থেকে মুক্তির পথ দেখায়। আমার এই তথ্য ও শিক্ষা মূলক ব্লগগুলির অন্দরে কন্দরে এমন বহু অত্যাশ্চর্য যন্ত্রমের সন্ধান আমি লিপিবদ্ধ করতে থাকব, যা থেকে বিশ্বের কোটি কোটি তন্ত্রভিলাষীগণের জ্ঞানভাণ্ডার ক্রমশই পরিপুষ্ট হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এই যন্ত্রমটি সঠিকভাবে তৈরি করে ধারণ করলে, বা নিজের সাথে রাখলে, সব ধরনের বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করা যায় ও সাথে সাথে যে কোনও দুর্ঘটনা থেকেও ব্যবহারকারী অবশ্যই পরিত্রান পাবেন, এমনটাই মনে করা হয়ে থাকে।

এইবার আসি যন্ত্রমটি প্রস্তুতির বর্ণনায়, যে কোনও মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথির মধ্যে যন্ত্রমটি তৈরি করে নিতে হবে।  সকল ৬ টা থেকে ৮ টার মধ্যে বা  রাত্রে ৮ তা থেকে ৯ টার  মধ্যে যন্ত্রমটি তৈরি করতে হবে, শুক্লা দ্বিতীয়া , দশমী,দ্বাদশী তিথি ও সোম,বৃহস্পতি,শুক্র, বার হলে ভালো হয়। অষ্টগন্ধ কালি ও ডালিমের কলম দিয়ে ভুজ্যপত্রের উপর, পশ্চিমদিকে মুখ করে বসে যন্ত্রমটি লিখতে হবে। যন্ত্রমটি শুকিয়ে গেলে যন্ত্রমটিকে পূজা করে ও গুগ্গুল বা  লোবানের ধোঁয়া দিয়ে, সোনা বা রূপার তাবিজে ভরে গলায় এ পুরুষেরা ডানহাতে ও মহিলাগণ বামহাতে ধারণ করবেন। তবে গলাতেও যন্ত্রমটি ধারণ করা চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *