পান্নার নানা উপকারিতা ও অপকারিতা / The various advantages and disadvantages of emerald

রোগ ও পান্না

পান্না ধারণ করার ফলে শারীরিক বল ও সৌন্দর্য বৃদ্ধি হয়৷
পান্না জ্বর, বমি, অর্শ ইত্যাদি রোগে লাভদায়ক ফল দিয়ে থাকে৷
বহুমূত্র রোগে পান্না সহায়ক হয়ে থাকে৷

পান্নার অপকারিতা

পণ্ডিতদের মত অনুযায়ী দোষযুক্ত পান্না ধারণ করা কখনও উচিত নয়৷ দোষযুক্ত পান্না ধারণ করলে লাভের পরিবর্তে ক্ষতি হবার আশঙ্কা থাকে৷
যে পান্নার রং সোনার মতন হয়ে থাকে অথবা তার মুখ হলুদ হয়ে থাকলে এই জাতীয় পান্না ধারণ মানুষের জীবনে ক্ষতির সংবাদ বহন করে আনে৷
যে পান্নাতে রক্তের মত লাল ছিটে দাগ থাকে, এই জাতীয় পান্না ব্যবহার করলে সুখ-সম্পত্তি নষ্ট হয়ে যায়৷
মধুর রঙের মত পান্না ধারণ মাতা-পিতার জন্য ক্ষতির কারণ হতে পারে৷
যে পান্নায় হলুদ ছিটে হয়ে থাকে, এই জাতীয় পান্না ধারণ সন্তানদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে৷
যে পান্নায় দুয়ের অধিক রং হয় এই জাতীয় পান্না ধারণ করলে ব্যক্তির শক্তি, বীর্য ও বুদ্ধির নাশ হয়ে থাকে৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *