পরোপজীবী তন্ত্রসার / Parasitic tantrums

প্রায়ই এমন দেখা গেছে যে, অশ্বত্থ বা অন্য কোনও প্রকারের গাছ, অন্য কোনও গাছের উপর নিজ থেকে গজিয়ে উঠে৷ এটিকেই পরজীবী বলে৷ পরজীবী গাছকে নিয়ম করে নিমন্ত্রণ দিয়ে রবিপুষ্যা যোগে বাড়িতে নিয়ে আসুন ও মন্ত্র সিদ্ধ করে রেখে দিন৷ এরকম পরজীবী অনেক চমৎকার প্রভাবকারী হয়৷ নক্ষত্র অনুযায়ী এর বিভিন্ন প্রয়োগ করা হয়৷

অশ্বিনী : অশ্বিনী নক্ষত্রে তান্ত্রিক বিধান দ্বারা পরজীবী নিয়ে ডান হাতে ধারণ করা উচিত৷ যদি এরকম পরজীবী বেল গাছের হয় তাহলে তান্ত্রিক নিয়মে পূজা করে মন্ত্রটি সিদ্ধ করে ধারণ করলে লুপ্ত বিদ্যা সিদ্ধি লাভ করবে অর্থাৎ সেই ব্যক্তিকে কেউ দেখতে পারবে না, কিন্তু নিজে সবাইকে দেখতে পারবে অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে৷

ভরণী : ভরণী নক্ষত্রে উপরোক্ত নিয়মে যদি তুলোর পরজীবী নিয়ে ব্যবহার করা হয় তাহলে সেই ব্যক্তিকে কেউ দেখতে পারবে না৷ এই ভাবে কিছু তান্ত্রিকের মত অনুযায়ী যদি কুশের শিকড় ও পরজীবী এই দুটিকে বাড়িতে এনে স্থাপন করা হয় তাহলে বাড়িতে সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে৷

কৃত্তিকা : মল গাছের পরজীবী নিয়ে কৃত্তিকা নক্ষত্রে ধারণ করলে বাকসিদ্ধ হয়৷ এর প্রভাবে কথায় প্রভাবশীলতা আসে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *