১ পরীক্ষা দিতে যাবার সময় ছাত্র বা ছাত্রীর মিষ্টি এবং দই খাওয়া উচিত। খাওয়ার পরেই তৎক্ষণাৎ পরীক্ষার জন্য বেরিয়ে যেতে হবে।
২ পরীক্ষার কক্ষে প্রবেশ করবার সময় ভগবান রামের ধ্যান করতে করতে নিম্ন শ্লোকটির জপ করতে হবে——-
প্রবিসি নগর কিজৌ সব কাজা।
হৃদয় রাখি কৌশলপুর রাজা।।
এই শ্লোকটি জপ করতে হবে——
মোহি সুধারিহি সো সব ভান্তি।
জাসু কৃপা নহিং কৃপা অঘাতী ।।
৩ মা সরস্বতীর জপ করলে স্মরণশক্তি প্রখর হয় এবং পরীক্ষায় পরিশ্রমের তুলনায় সফলতা প্রাপ্তি বেশী হয়ে থাকে। মা সরস্বতীর ছবি নিজের পড়ার ঘরে উত্তর-পূর্ব দিকে স্থাপন করুন ও সকালে ছাত্রকে স্নান ক্রিয়াদি সেরে প্রতিদিন ধূপ-দীপ দিয়ে মা সরস্বতীর পূজো করা উচিত ও নিম্ন মন্ত্রটির জপ করা উচিত।
ওঁ হ্রিং শ্রীং মানসে সিদ্ধিকরী সিং নমঃ।
৪ ছাত্র বা ছাত্রীদের পড়াশোনার সময় জুতো-চপ্পল পরা উচিত নয় ও নোংরা হাতে অথবা এঁটো মুখে পড়াশোনা করা উচিত নয়।
৫ পড়ার ঘরে তাস,দাবা,অশ্লীল ছবি ইত্যাদি রাখা উচিত নয়। নিজের ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৬ পড়ার ঘর থেকে বাইরে যাবার সময় নিজের বই কখনও খুলে রাখা উচিত নয়।
৭ তেঁতুলের তাজা পাতা বৃহস্পতিবার দিন এনে ছাত্র বা ছাত্রীরা নিজের বইতে রেখে দিন। এতে স্মরণ শক্তি প্রখর হয়ে থাকে।
৮ ২১ টি তুলসীর পাতা মিশ্রির সাথে বেঁটে তার রস প্রতিদিন পান করলে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে ও স্মরণ শক্তি প্রখর হয়।
৯ ছাগলের দুধে কুঁচের শিকড় বেঁটে হাতের তালুতে ঘষে লেপন করুন। কিছুক্ষন পর্যন্ত্য এই কাজটি করতে থাকলে ব্যক্তির বুদ্ধি তীব্র হয় ও সে জটিল বিষয়গুলি খুব সহজভাবেই বুঝে নিতে পারে।
১০ বাঁশপাতা বেঁটে জলে ছেঁকে নিন। এই জলে অল্প পরিমানে চিনি মেশান ও পরীক্ষা দিতে যাবার আগে শিবের মন্দিরে গিয়ে এই জলটি শিবের মাথায় ঢেলে দিন। যতদিন সমস্ত পরীক্ষা শেষ না হচ্ছে,ততদিন মনে করে এই কাজটি নিয়মিত করে যেতে হবে।
১১ যে সকল ছাত্রদের মন পড়াশোনায় বসে না অথবা পড়াশোনায় দুর্বল হলে প্রবাল তামায় বাঁধিয়ে মঙ্গলবার দিন ধারণ করুন। নিশ্চিত ভাবে সফলতা পাবেন।
১২ মঙ্গলবার দিন লাল মসুরের ডালকে খোসা ছাড়া লাল ডাল লাল কাপড়ে থলে বানিয়ে পড়ুয়ার পড়ার ব্যাগে রেখে দিলে ছাত্র বা ছাত্রীর পড়াশোনায় মন বসতে শুরু করে দেয়।
১৩ দুইটি গোটা হলুদের টুকরো নিয়ে তার উপর একটি মুদ্রা রেখে দিন। তারপর অল্প দূর্বাঘাস রেখে লাল সুতো দিয়ে জড়িয়ে দিন। এইভাবে ৭ টি গাঁঠ তৈরী করুন। প্রত্যেকটিতে ২ বার সুতো জড়িয়ে তাতে দেড় গাঁঠ লাগাতে হবে। এটি গনেশ অথবা মা পার্বতীর সামনে রেখে দিন। সফলতা পাবেন।
১৪ একুশ দানা যব রবিবারে নিয়ে আসুন। এটি একটি গ্লাসে রেখে জল ভরে দিন। এতে কিছুটা গঙ্গাজলও দিয়ে দিন। সকালে এটি সূর্যের কাছে নিবেদন করুন। এভাবে ২১ দিন পর্যন্ত্য ক্রমাগত কাজটি করতে থাকুন। মান-সম্মান বৃদ্ধি পাবে ও সফলতাও পাওয়া যাবে।