নিজের ক্রোধকে সংবরণ করবার অনুভূত নিয়ম / Controlling anger

বলা হয় যে, ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে দেয়, একথা প্রায় সকলেই জানেন তবুও আমরা বিনা কারণে নিজের ও পরিজনদের কষ্ট দিয়ে থাকি৷

যদি আপনার কখনও মনে ক্রোধ আসে তাহলে, এই নিয়মগুলি করলে আপনি নিজের ক্রোধকে সংবরণ করতে পারবেন৷

১৷ অনুমানে এমন দেখা গেছে যখন কোনও ব্যক্তি রেগে যায় তখন তার আশেপাশের পরিবেশও পরিবর্তন হয়ে যায়৷ আপনার যদি ক্রোধ আসে তাহলে একাকী কোনও জায়গায় গিয়ে সেই সমস্যার বিষয়ে ভাবুন ও আপনি যার উপর রেগে যাচ্ছেন, সে কি ঠিক? যদি ঠিক হয় তাহলে তার সমাধান খুঁজুন৷ আপনার এক মিনিটে মনের ক্রোধ প্রশমিত হয়ে যাবে৷

২৷ ধরুন আপনার কোনও ব্যক্তির কথা বলার ধরন পছন্দ হচ্ছে না অথচ   তার হাবভাব আপনার ভালো লাগে তাহলে নিজের ক্রোধ সংবরণ করুন এবং ক্রোধকে শান্ত করার দিকে মনোযোগ দিন৷ একে একটি সরল উদাহরণের সাহায্যে বোঝানো হল৷

মনে করুন কোনও পুকুর কাদায় ভর্তি হয়ে আছে৷ সেখানে একজন তৃষ্ণার্ত ও ক্লান্ত ব্যক্তি এসে পৌঁছালো৷ সে সেই কাদাগুলিকে সরিয়ে জল পান করল এবং তাতে স্নান করে নিজের ক্লান্তি ভাব দূর করল৷ ঠিক সেইভাবেই আপনি তার হাব-ভাবের উপর মনোযোগ না দিয়ে তার কথায় মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনার কখনও ক্রোধ আসবে না, ও আপনি সর্বদা খুশিতে থাকবেন৷

৩৷ অযথা ক্রোধ করা একেবারেই উচিত নয় কারণ ক্রোধ সমস্যা সমাধানের জায়গায় আরও সমস্যা সৃষ্টি করে দেয়৷ সবচাইতে ভালো ক্রোধকে প্রশমিত করার জন্য কথা বলা বন্ধ করা৷

রাশি অনুযায়ী মা লক্ষ্মীকে প্রাপ্ত করবার নিয়ম

আজ প্রত্যেক ব্যক্তি ধনী হবার জন্য অনেক কিছু করে থাকেন৷ খ্যাতি ও অর্থ প্রাপ্তির ইচ্ছা রোগী, ভোগী, যোগী, বিদ্বান সকল ব্যক্তিরই হয়ে থাকে৷ কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের সাধ্যমতো চেষ্টা করেও লাখপতি অথবা কোটিপতি হতে পারেন না৷

সে নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকেন৷ দীপাবলীর উৎসব শরীর (স্বাস্থ্য), মন (মনোস্কামনা) ও ধন (পয়সা) প্রাপ্ত করবার জন্য ভালো সুযোগ দিয়ে থাকে৷ এই দিনটিকে মনোস্কামনা পূর্ণ হবার দিন বলা হয়ে থাকে৷ এই দিন যন্ত্র-মন্ত্র, পূজন ও সাধনার দ্বারা দেবতাদের দিয়ে মনোস্কামনা পূরণ করা যেতে পারে৷ এই দিন সকল দেবতা প্রসন্ন চিত্তে থাকেন, সেইজন্য আপনি যা খুশি চাইতে পারেন৷

দীপাবলীর দিন জাতক নিজের ভালো নামের প্রথম অক্ষর দিয়ে নিজের রাশি অনুযায়ী নিম্ন নিয়মটি করে অর্থ-সম্পদ, ভাগ্য, সুখ ও সমৃদ্ধি প্রাপ্ত করতে পারেন৷ অর্থ সম্পদের সহায়ক ধনাধিপতি ও আয়াধিপতি যন্ত্র পুজোর ঘরে স্থাপিত করে যদি প্রতিদিন তার দর্শন ও পুজো করা হয় তাহলে মা লক্ষ্মীর অসীম কৃপা প্রাপ্ত হয়৷

নিম্ন অন্য নিয়মগুলি করলে দীপাবলির শুভ মুহূর্তে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা যেতে পারে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *