নানা সমস্যায় সহজ ও সরল কিছু টোটকা / Some simple and straightforward tips for various problems

যদি আপনার বাড়ি অথবা ব্যবসার স্থানে আগুন সংক্রান্ত ঘটনা ঘটে তাহলে যে স্থানে আগুন লেগেছে, ঠিক তার উপরে ছাদে চিনি অথবা গুড়ের বস্তা অবশ্যই রাখুন৷

আগুন থেকে রক্ষা পাবার জন্য শ্মশানের মাটি একটি ঘড়াতে নিয়ে ও তার সঙ্গে মধু নিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে৷ ঘড়া না পাওয়া গেলে মাটির কোনও ছোট পাত্রেতেও মধু ভরে মাটিতে পুঁততে পারেন৷

যদি আপনার জন্মছকে চতুর্থ ঘরে মঙ্গল অবস্থানের ফলে জমি, বাড়ি, গাড়ি অথবা মা-বাবার কোনও প্রকারের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি নিজের বাড়ির প্রধান দরজার চৌকাঠের নিচে রুপোর একটি টুকরো রাখুন ও একটি টুকরো দরজার উপরে লাগান৷

যদি আপনার পরিবারে কোনও সদস্য দীর্ঘ সময় ধরে রোগে পীড়িত থাকেন তাহলে বাড়ির দক্ষিণ দরজায় লোহার তৈরি নখ টাঙিয়ে রাখতে হবে৷ এই নিয়মের সাহায্য আপনার বাড়িতে কোনও রোগ প্রবেশ করতে পারবে না৷

যদি কারোর জীবনে ক্রমাগত দুর্ঘটনা হতে থাকে তাহলে সে মঙ্গলবার থেকে ৪০০ গ্রাম চাল দুধ দিয়ে ধুয়ে তীব্র প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷ এই নিয়মটি পরপর সাতটি মঙ্গলবার করলে বিশেষ লাভবান হবেন৷

যদি কোনও ব্যক্তির স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে তিনি প্রথম শনিবারে কোনও মন্দিরে ১১টি নারকেল, ২১ টি বাদাম ও ৮০০ গ্রাম কালো কলাই দান করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *