নানাভাবে রুদ্রাক্ষের উপকারিতা-২ / Benefits of Rudraksha in various ways-2

সামাজিক, পারিবারিক সমস্যা ও বিবাহসম্পর্কিত সমস্যার জন্য রুদ্রাক্ষ

যদি আপনার বিয়ে না হয় অথবা বিয়ের পর আপনার দাম্পত্য জীবন সুখী হচ্ছেন না, আপনার সম্পর্ক নিজের আত্মীয়-স্বজনদের সাথে ভালো থাকছে না তাহলে আপনার দুমুখী রুদ্রাক্ষ অথবা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা উচিত৷ এটি ধারণ করলে বাড়িতে পারস্পরিক ঝগড়া থেকে মুক্তি পাওয়া যায়৷ এই রুদ্রাক্ষটি স্বামী-স্ত্রী, পিতা-পুত্র, ভাই-বোন, গুরু-শিষ্য অথবা বন্ধুদের মধ্যে পারস্পরিক মতভেদকে দূর করে দেয়৷ ছেলে মেয়েদের বিবাহে অনাবশ্যক বিলম্ব হলে এটি অবশ্যই ধারণ করা উচিত৷ আপনি মঙ্গলবার দিন এর মধ্যে থেকে যে কোনও একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন৷

প্রেম প্রাপ্তি অথবা আকর্ষণের জন্য রুদ্রাক্ষ

যদি আপনি কাউকে ভালোবাসেন ও আপনি চান যে আপনার ভালোবাসা সফল হোক বা আকর্ষণ প্রাপ্তি করতে চান তাহলে ছয়মুখী অথবা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন৷ আপনি যদি থিয়েটার অথবা মঞ্চের সাথে যুক্ত থাকেন, শিক্ষক, সম্প্রচার মাধ্যম যেমন টিভি, রেডিও ও ফিল্ম ইত্যাদির সাথে যুক্ত থাকেন তাহলে এই রুদ্রাক্ষটি ধারণ করে লাভ পেতে পারেন৷ আপনার প্রেম সম্পর্ক যদি শেষ হয়ে গিয়ে থাকে অথবা এমন কেউ আছে যাকে আপনি হারাতে চান না, তাহলে এই রুদ্রাক্ষটি লাভবান হবে৷

যদি আপনি ব্যবসায়ী হন, কোনও কোম্পানি চালান অথবা কোনও ব্যবসা করেন যাতে আপনার অর্থ পাবার আশঙ্কা রয়েছে তাহলে আপনি সাতমুখী, এগারোমুখী, গণেশ রুদ্রাক্ষ অথবা লক্ষ্মী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন৷ এই রুদ্রাক্ষ ধারণ করলে দৈন্যদশা থেকে মুক্তি পাওয়া যায়৷ যে ব্যবসাতে আপনি আছেন তা থেকেই আপনি লাভ পেতে থাকবেন৷ আপনার যশ, সম্মান, প্রতিষ্ঠা এমনভাবে বাড়তে থাকবে যে সমস্ত ক্ষেত্রে থেকে অর্থ প্রাপ্তি হতে থাকবে,আপনার জীবনে সুখ ও আর্থিক বৃদ্ধি হতে থাকবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *