নানাভাবে রুদ্রাক্ষের উপকারিতা-১ / Benefits of Rudraksha in various ways-1

বিদ্যা-বুদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য রুদ্রাক্ষ

বিদ্যা, জ্ঞান ও বুদ্ধি প্রাপ্তির জন্য তিনমুখী ও ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত৷ এটি ধারণ করলে তীব্র বুদ্ধি হয় ও অদ্ভুত স্মরণ শক্তি প্রাপ্তি হয়৷ যারা পড়াশোনায় কমজোরী তাদের অবশ্যই ধারণ করা উচিত৷ তিনমুখী বা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সৃজনশীল কাজেও সফলতা পাওয়া যায়৷ যেমন যদি আপনি ফ্যাশন ডিজাইনার হন, সৌন্দর্য জগতে যুক্ত আছেন, লেখক বা সম্পাদক হন, চিত্রকর বা গবেষক হলে এই রুদ্রাক্ষ আপনাকে অনেকটাই সফলতা এনে দেবে৷

রোজগার, ব্যক্তিত্ব ও ইন্টারভিউ তে সফলতার জন্য রুদ্রাক্ষ

যদি আপনি রোজগার করতে চান তাহলে নয় মুখী, চার মুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সফলতা অবশ্যই পাবেন৷ এটি ধারণ করলে সহ্যক্ষমতা, বীরত্ব,সাহস, কর্মক্ষমতা বৃদ্ধি পায়৷ এটির সবচেয়ে বড় গুণ হল, এই রুদ্রাক্ষ সংকল্প বৃদ্ধির সহায়ক হয়ে থাকে, যাতে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন৷ বেকার অথবা চাকরির সন্ধান যারা করছেন সেই ব্যক্তিগণ এর থেকে উত্তম রোজগার করতে পারবেন৷ যদি আপনি বারে বারে ইন্টারভিউ তে অসফল হয়ে থাকেন তাহলে এর মধ্যে থেকে যে কোনও একটি রুদ্রাক্ষ ধারণ করলে লাভ পাওয়া যাবে৷ যদি আপনি জীবনে আগে অগ্রসর হবার বদলে পিছনে অগ্রসর হন তাহলে এই রুদ্রাক্ষ ধারণ করলে উন্নতি অবশ্যই হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *