ডালিমের উপকারিতা / Benefits of Pomegranate

নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে নিম্নলিখিত নিয়মগুলি করুন

ডালিমের রস নাকে দিলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷

ডালিমের ফুল ও দূর্বা ঘাসের মূল থেকে রস বের করে নাকে দিলে ও মাথার তালুতে লাগালে গরমের কারণে নাক থেকে রক্ত পড়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে৷

১০০ গ্রাম ডালিমের সবুজ পাতা, ৫০ গ্রাম গাঁদা পাতা, ১০০ গ্রাম সবুজ ধনে ও ১০০ গ্রাম সবুজ দূর্বা ঘাস একসঙ্গে বেটে জলে মিশিয়ে শরবত তৈরি করুন৷ এই শরবতটি দিনে চার বার পান করলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷

১০০ মিলিলিটার ডালিমের রস প্রতিদিন পান করলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷

অর্ধেক কাপ টক-মিষ্টি ডালিমের রসে ২ চামচ মিছরি মিশিয়ে প্রতিদিন দুপুরে পান করলে গরমের কারণে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷

অ্যাপেন্ডিক্স বা ৭ দিনের বেশি পুরানো জ্বরে এই ডালিমের রস খুব ভাল কাজ করে থাকে৷

L ডালিমের ফুল বেরোবার সঙ্গে সঙ্গে তা হাওয়ায় নিচে পড়ে যায়৷ এর থেকে রস তৈরি করে ১থেকে ২ ফোঁটা নাকে দিলে অথবা শোঁকালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়৷ এটি রক্ত পড়ার ক্ষেত্রে খুবই লাভদায়ক ওষুধ৷

L ডালিমের খোসা ও খেঁজুর একসঙ্গে জলের সাথে বেটে নিয়ে লেপন করলে ফোলা ভাব ও এর শুকনো  গুঁড়ো নাকে দিলে রক্ত পড়া থেকে মুক্তি পাওয়া যায়৷

L ১০ গ্রাম ডালিমের পাতার রস পান করলে ও মাথায় লেপন করলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *