নবরাত্রির নানা টোটকা / Navratri Totka

মনোস্কামনা পূরণের জন্য নবরাত্রির টোটকা

নবরাত্রির ৯ দিনে প্রতিদিন শিব মন্দিরে যান ও শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু ও চিনি অর্পণ করে অভিষিক্ত করুন৷ অভিষিক্তের পরে শুদ্ধ জল অর্পণ করুন ও শিবকে চন্দন, ফুল, ধূপ ও দীপ অর্পণ করুন৷ পুজোর শেষে সম্পূর্ণ মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন৷ নবমীর দিন রাত্রি ১০ টার পরে যজ্ঞ করুন ও ‘ওঁ নমঃ শিবায়’মন্ত্রটি উচ্চারণ করে ঘি দিয়ে ১০৮ বার আহুতি দিন৷ নবমীর পরে ৪০ দিন পর্যন্ত প্রতিদিন ‘ওঁ নমঃ শিবায়’মন্ত্রের পাঁচটি মালা জপ করে ভগবান শিবের কাছে অর্পণ করুন৷ আপনার সকল মনোস্কামনা পূর্ণ হয়ে যাবে৷

অর্থ প্রাপ্তির জন্য নবরাত্রিতে টোটকা

অষ্টমীর দিন বাড়ির পুজোর ঘরে উত্তর দিকে মুখ করে বসুন৷ নিজের সামনে চালের একটি উঁচু স্তর করে রাখুন৷ এতে শ্রী যন্ত্রম রাখুন৷ শ্রী যন্ত্রমের সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন৷ পুজোর পরে চাল নদীতে ভাসিয়ে দিন ও শ্রী যন্ত্রমটি সিন্দুকে রেখে দিন৷ অর্থ প্রাপ্তি হবে৷

চাকরিতে সফলতা প্রাপ্তির জন্য নবরাত্রীতে টোটকা

নবরাত্রিতে ৯ দিন পর্যন্ত প্রতিদিন সকালে উঠে স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন৷ চাকরি অথবা রোজগারের জন্য নিম্নলিখিত মন্ত্রটি জপ করতে থাকুন৷ নবরাত্রি থেকে শুরু করে ৩১ দিন পর্যন্ত ক্রমাগত এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে৷ ‘ওঁ হ্রিং ওগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধি কুরু কুরু ফট স্বাহা’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *