নজর দোষ থেকে রক্ষা পাওয়ার নানা উপায় / There are many totka to avoid evil eye

এই প্রবন্ধে আমি এমনকিছু ভারতীয় তান্ত্রিকটোটকা সমন্ধে আলোচনা করেছি, যেগুলি আমার ব্লগে তথ্যমূলক ও শিক্ষামূলক বিষয় হিসাবে পরিবেশন করছি, যেগুলি ফলাফলের জন্য আমি কোনোভাবেই দায়বদ্ধ নই। এর মধ্যে বেশ কয়েকটি টোটকা শিশুদের জন্য পরিবেশিত হচ্ছে এবং বেশ কয়েকটি টোটকা প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য পরিবেশিত হচ্ছে। আমার এই প্রবন্ধের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওতে আমি ভালোভাবে ব্যাখ্যা  বুঝিয়ে দিয়েছি। যদি এই প্রবন্ধটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি কিছু প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যদি কোনো পাঠকবন্ধু এগুলিকে অনুশীলন করতে চান তবে নিজের বা অন্যের উপকারের জন্য করতে পারেন।

নুন ,রাই, রসুন,পেঁয়াজের খোসা ও লাল লঙ্কা জ্বলন্ত আগুনে দিয়ে  সেই জ্বালানিটিকে রুটির উপরে ২১ বার ঘুরালে নজর দোষ কেটে যায়।

যদি কারোর নজর লেগে খাওয়া-দাওয়ার ব্যাঘাত ঘটে অথবা অসুস্থ থাকে তাহলে তাকে চৌরাস্তায় নিয়ে আসুন। এরপর নুন, রাই, লাল লঙ্কার সহিত মিশিয়ে  শনিবার ও রবিবারে তিনবার সূর্য অস্ত যাবার সময় উক্ত ব্যাক্তির উপর ঘড়ির কাটার মত ঘুরিয়ে দিয়ে আগুনে ফেলে দিলে তার নজর দোষ কেটে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *