নজর দোষ ও শিশুদের ভয়মুক্তির জন্য সরল নিয়ম / Simple rules for relieving eye defects and children’s fears

নজর দোষ দ্বারা প্রভাবিত শিশুকে উপর থেকে নুন-লঙ্কার সাহায্যে ঘুরিয়ে দিলে শিশুর উপর থেকে নজর দোষ কেটে যায়। 

গ্রামে-গঞ্জে শিশুর গলায় নজরকাঠি পরানো অথবা তার মাথায় কাজলের টিকা লাগিয়ে কুনজর থেকে বাঁচবার প্রক্রিয়া আপনারা প্রায় সবাই জানেন। 

শিশুর উপরে কোনও মহিলার নজর লেগে গেলে উক্ত মহিলাকে বাড়িতে ডেকে এনে তাকে শিশুর মাথায় হাত বোলাতে বলুন। 

কখনও-কখনও শিশুরা ঘুমানোর সময় চিৎকার করে ওঠে। এই অবস্থায় শিশুদের গলায় রসুনের চারটি গোটা দানা সুতোয় গেঁথে পরিয়ে দিন। শিশু ভয় পাবে না। কাউকে ক্ষতি করার জন্যেও অনেক প্রকারের টোটকা করা হয়। এখানে আমি সেগুলির উল্লেখ করছি না। কারণ আমি সর্বদা ভাল করার ব্রত নিয়েছি।

নজর লাগা ব্যক্তি অথবা শিশুদের দরজার মধ্যবর্তী স্থানে বসবার জন্য বলুন। তারপর তার উপরে কলাই,নুন ও মাটি ৭ বার ঘুরিয়ে ফেলে দিন। 

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *