ধন সম্পত্তি লাভ করার টোটকা / The trick to gaining wealth

দেনা থাকে মুক্তি পাবার জন্য সর্বপ্রথম পাঁচটি সদ্য প্রস্ফুটিত লাল গোলাপ ফুল নিয়ে আসুন৷ এরপর দেড় মিটার সাদা কাপড় নিজের সামনে পেতে দিন৷ এই পাঁচটি গোলাপ ফুল গায়েত্রী মন্ত্র জপের সাথে বেঁধে দিন৷ এরপর আপনি নিজে গিয়ে গঙ্গা অথবা যমুনাতে প্রবাহিত করে আসুন৷ ঈশ্বর চাইলে বাড়িতে সুখ-সমৃদ্ধি ও শান্তির বাতাবরণ থাকবে৷ গায়েত্রী মন্ত্রটি  দেওয়া হল:—

ওঁ ভুবরবা স্বয়ং তৎস্ববারানয়াম ভার্গাদেবস দিমি দিহয়ানই প্রচোদয়াৎ’

তামার ঘটি (ঢাকনা সমেত), রুপোর সর্প-সার্পিনীর জোড়া, রুপোর একটি ছোট পাত্র, পাঁচটি ছোট সুপারি, হলুদের সাতটি গোটা দানা এই সব দ্রব্যগুলো ঘটিতে জল ভরে দিয়ে দিন৷ এরপর ঢাকনাটি ভালো করে লাগিয়ে দিন৷ এরপর এই ঘটিটি প্রধান দরজায় পশ্চিম দিকে পুঁতে দিন৷ যদি সম্ভব হয় তাহলে কোনও তান্ত্রিক অথবা বিদ্বান পণ্ডিতের পরামর্শ নিয়ে নিন যাতে কোনও ত্রুটি না থাকে৷ এতে ধন প্রাপ্তির পথ সুগম হয়৷

নিজের ব্যবসা ও বাড়ি যাই হোক না কেন বাইরের লোকজনের খারাপ নজর থেকে বাঁচাবার জন্য বাড়িতে লোহার নাল লাগিয়ে রাখুন৷ এর অর্থ শুধুমাত্র ঘোড়ার নাল হলেই ভালো৷ এরপর নালটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা উচিত৷ যদি আপনার ব্যবসাস্থল ও বাড়ির মুখ পূর্বদিকে থাকে তাহলে রবিবার ও যদি পশ্চিমদিকে থাকে তাহলে শুক্রবার দিন লাগান৷ তবে নালটি লাগাবার আগে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে নালের খোলা মুখটি যেন নীচের দিকে থাকে৷

মঙ্গলবার ৭টি গোটা বোঁটা সমেত কাঁচা লঙ্কা ও একটি লেবু নিন৷ এরপর সেটিকে একটি সুতোতে বেঁধে দিন৷ ব্যবসাস্থল অথবা কার্যালয়ের বাইরে টাঙিয়ে দিন৷ এই ক্রিয়াটি প্রত্যেক মঙ্গলবার করুন৷ এরূপ করলে ব্যবসা ভালো হয় এবং নজরও লাগে না৷ এই প্রয়োগটি শনিবার দিনও করা যেতে পারে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *