ধন প্রাপ্তির টোটকা / Totka for Wealth Receipt

তামার ঘটি (ঢাকনা সমেত), রুপোর সর্প-সার্পিনীর জোড়া, রুপোর একটি ছোট পাত্র, পাঁচটি ছোট সুপারি, হলুদের সাতটি গোটা দানা এই সব দ্রব্যগুলো ঘটিতে জল ভরে দিয়ে দিন৷ এরপর ঢাকনাটি ভালো করে লাগিয়ে দিন৷ এরপর এই ঘটিটি  মুখ্য দ্বারে পশ্চিম দিকে পুঁতে দিন৷ যদি সম্ভব হয় তাহলে কোনও তান্ত্রিক অথবা বিদ্বান পণ্ডিতের পরামর্শ নিয়ে নিন যাতে কোনও ত্রুটি না থাকে৷ এতে ধন প্রাপ্তির পথ সুগম হয়৷

শনিবার দিন সন্ধ্যাবেলা মুগ ডালের গোটা দানা নিয়ে তাতে অল্প দই ও সিঁদুর ছিটিয়ে দিন৷ এরপর এটি কোনও অশ্বত্থ গাছের নীচে পুঁতে দিন৷ মনে রাখতে হবে যাতে ঘুরে না দেখা হয়৷ এই টোটকাটি ২১ দিন পর্যন্ত নিয়ম করে করুন৷ এই ক্রিয়াটি করলে ধন প্রাপ্তি হয়৷

ঘোড়া যখন সন্তান প্রসব করে তখন বাচ্চার সাথে একপ্রকারের ঝিল্লি বাইরে আসে ও ঘোড়ী সেটাকে তাড়াতাড়ি চেষ্টা করে খেয়ে নেয়৷ সেই ঝিল্লির রচনা সাদা হয়৷ যদি এই ঝিল্লিটা সাবধানে রাখা যায় তাহলে অসীম ধন প্রাপ্তি হয়৷

মঙ্গলবার দিন লাল চন্দন, লাল গোলাপ ফুল ও কুমকুম নিয়ে আসুন৷ এই বস্তুগুলিকে লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা দ্রব্য রাখার স্থানে রেখে দিন৷ ভালো অর্থ সমাগম হবে৷ এই টোটকাটি প্রতি ৬ মাস অন্তর করতে থাকুন৷



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *