প্রত্যেক ব্যক্তিই তার জীবনে উন্নতি চায়৷ অর্থাৎ সফলতা ও প্রতিষ্ঠা চায়, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও অনেক সময় সফল হতে পারে না৷ এরকম ব্যক্তিদের জন্য কিছু সহজ ও সরল নিয়ম বলছি যা ধনতেরাস থেকে শুরু করলে সফলতার দরজা খুলতে শুরু করে দেবে৷
সামগ্রী : দক্ষিণাবর্ত শঙ্খ, জাফরান, গঙ্গাজলের পাত্র, ধূপ, ধূপকাঠি, প্রদীপ, লাল কাপড়৷
নিয়ম : একটি শুদ্ধ আসনে বসে নিজের সামনে ধন্বন্তরি ও মা লক্ষ্মীর ফটো রাখুন ও তার সামনে লাল রঙের কাপড় পেতে তার উপর দক্ষিণাবর্ত শঙ্খটি রেখে দিন৷ তার উপর জাফরান দিয়ে স্বস্তিক চিহ্ণ তৈরি করুন ও কুমকুম দিয়ে তিলক কাটুন৷ এরপর কাঁচের মালা দিয়ে নিচের দেওয়া মন্ত্রের সাথে ৭ বার মালা জপ করুন৷
ওঁ হ্রীং হ্রীং হ্রীং মহালক্ষ্মী ধনদা লক্ষ্মী কুবেরায় মম গৃহ স্থিরও হ্রীং ওঁ নমঃ৷
তিনদিন পর্যন্ত এই নিয়মটি করতে হবে৷ এতে মন্ত্রসাধনা সিদ্ধ হয়ে যাবে৷ মন্ত্র জপ সম্পূর্ণ হবার পরে লাল বস্ত্রে শঙ্খটিকে বেঁধে বাড়িতে রেখে দিন৷ বলা হয় যতক্ষণ এই শঙ্খ বাড়িতে থাকবে, ততক্ষন বাড়িতে অবনতির বদলে উন্নতি হতে থাকবে৷