দুর্ঘটনা, আত্মরক্ষা ও অর্থহানি থেকে রক্ষার জন্য টোটকা / Tips to protect from accidents, self-defense and loss of money

অর্থহানি থেকে রক্ষার জন্য

হোলির দিন প্রধান দরজায় আবির দিন ও তার উপরে দুইমুখী প্রদীপ জ্বালান৷ প্রদীপটি জ্বালাবার সময় অর্থহানি থেকে রক্ষার জন্য কামনা করুন৷ যখন প্রদীপটি সম্পূর্ণভাবে নিভে যাবে তখন সেটিকে হোলির আগুনে ফেলে দিন৷ এই নিয়মটি শ্রদ্ধাপূর্বক করুন৷ অর্থহানি থেকে রক্ষা পেয়ে যাবেন৷    

দুর্ঘটনা থেকে বাঁচবার জন্য

হোলির দিন সকালে ঘুম থেকে উঠে কোনও এমন ব্যক্তির কাছ থেকে কোনও বস্তু নেবেন না যাকে আপনি পছন্দ করেন না৷ মাথাটি ঢেকে রাখবেন ও কাউকে নিজের পরিধেয় বস্ত্র বা রুমাল দেবেন না৷ এছাড়া এইদিন শত্রু অথবা বিরোধী ব্যক্তির কাছ থেকে পান, এলাচ, লবঙ্গ ইত্যাদি গ্রহণ করবেন না৷ এই সমস্ত নিয়ম সাবধানতার সাথে করুন৷ দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন৷

আত্মরক্ষার জন্য

কাউকে কষ্ট দেবেন না, কারোর ক্ষতি করবেন না বা ক্ষতি করার কথা ভাববেন না তাহলে আপনার কোনও ক্ষতি হবে না, আপনি সুরক্ষিত থাকবেন৷

বাড়ির প্রত্যেক সদস্যকে হোলিকা (ন্যাড়াপোড়া) জ্বালাবার সময় ঘিয়ে ভেজানো দুটি লবঙ্গ, একটি বাতাসা ও একটি পানপাতা অবশ্যই অর্পণ করা উচিত৷ হোলিকা (ন্যাড়াপোড়া) জ্বালাবার চারপাশে এগারোটি পরিক্রমা করার পর হোলিতে শুকনো নারকেলের আহুতি অবশ্যই দেওয়া উচিত৷ এতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় ও কষ্টের নিবারণ হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *