যদি স্বামী-স্ত্রী একে অপরের চিন্তাধারাকে সম্মান করে থাকেন, তাহলে তারা জীবনে সুখী হন৷ কখনও কখনও চাইলেও এরকম হয় না যাতে, স্বামী-স্ত্রী একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে৷
এই পরিস্থিতিতে কিছু সহজ নিয়ম প্রয়োগ করে বৈবাহিক জীবনকে আরও সুখময় করতে পারেন৷
প্রতিদিন সকালে পুজো করার সময় শঙ্খ বাজানো উচিত৷
দাম্পত্য সুখ পাবার জন্য দুমুখী রুদ্রাক্ষ ও গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা উচিত৷
বিয়ের পরে মেয়েটি যখন প্রথম শশুরবাড়ি যাবে, তখন কোনও হলুদ রঙের ধাতুর ঘটিতে গঙ্গাজল নিয়ে তাতে অল্প বাটা হলুদ মেশান ও একটি তামার মুদ্রা রেখে মেয়েটির উপরে ঘুরিয়ে নিয়ে তার আগে ফেলে দিন৷ এই নিয়মে দাম্পত্য জীবন সর্বদা সুখী হবে৷
যদি কোনও মহিলা মনে করেন যে স্বামী তাকে বেশি সময় দিচ্ছেন না তাহলে তিনি কলাগাছের পুজো করুন ও দেবতাদের গুরু বৃহস্পতির আরাধনা শুরু করুন৷ কিছুদিনের মধ্যে এর প্রভাব পেতে থাকবেন৷