দইয়ের নানা গুণ / Various properties of yogurt

বদহজম হলে

দই-এ ভাজা জিরা গুঁড়ো, নুন ও গোলমরিচ দিয়ে প্রতিদিন সেবন করলে বদহজমের সমস্যা থাকে না ও খাদ্য খাবার সহজেই হজম হয়ে যায়৷

মাইগ্রেনের সমস্যা থাকলে

যদি সূর্যের প্রখর তাপে মাথা ব্যথা শুরু হয়, তাহলে এই ধরনের রোগকে মাইগ্রেন বলা হয়ে থাকে৷ মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাবার জন্য দইয়ের সাথে ভাত খেতে হবে৷ সকালে সূর্য উদয় হবার সময় মাথা যন্ত্রনা শুরুর আগে প্রতিদিন ভাতের সঙ্গে দই খেতে হবে৷

শিশুদের জন্য সেবন বিধি

মায়ের দুধের পর দই শিশুদের জন্য সবচেয়ে উপাদেয় খাদ্য৷ যে সমস্ত শিশুরা মায়ের দুধ পায় না, তাদের জন্য দই সবচেয়ে উপাদেয় খাদ্য৷ 

অনিদ্রা

দই-এ বাটা গোলমরিচ, মৌরি ও চিনি মিশিয়ে খেলে ঘুম ভালো হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *