তিনটি ফলপ্রসূ টোটকা / Three fruitful tips

ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হলে

যদি আপনাকে কারণবশত কখনও কোনও কাজ ইচ্ছার বিরুদ্ধে করতে হয় তাহলে আপনি কর্পূর ও ফুলযুক্ত লবঙ্গ একসাথে জ্বালিয়ে দুই-তিনদিন অল্প অল্প করে খেয়ে দিন৷ আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ হওয়া বন্ধ হয়ে যাবে৷

ত্বকের রোগ থেকে মুক্তি

ত্বকের রোগ কেতু কুপ্রভাবের দ্বারা হয়ে থাকে৷ যদি ত্বকের কোনও ক্ষত ঠিক না হয়, তাহলে সন্ধ্যাবেলা মাটির নতুন পাত্রে জল রেখে তাতে সোনার আংটি ফেলে দিন৷ কিছুক্ষন পর সেই জলটি দিয়ে ক্ষত ধোওয়ার পর আংটিকে বার করে রেখে দিন ও জলটি কোনও চৌরাস্তায় ফেলে আসুন৷ এভাবে তিনদিন পর্যন্ত করলে রোগ শীঘ্রই ভালো হয়ে যাবে৷

ব্যবসায় ক্ষতি হলে

যদি আপনার ব্যবসাতে ক্ষতি হয়, অথবা চাকরিতে ক্ষতি হয় তাহলে কোনও পরিষ্কার শিশিতে সর্ষের তেল ভরে নিয়ে সেই শিশিটি কোনও পুকুর বা প্রবাহিত জলে ফেলে দিন৷ শীঘ্রই ক্ষতি হবার সম্ভাবনা চলে যাবে ও আপনার ব্যবসার উন্নতি হতে থাকবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *