রবিপুষ্য যোগে (রবিবার দিন পুষ্যা নক্ষত্র) তে ডুমুর গাছের ফুল এবং সুতির কাপড় দিয়ে সলতে তৈরি করে সেই সলতে মাখন দিয়ে জ্বালান৷ তারপর জ্বলন্ত সলতের শিখা থেকে কাজল বের করুন৷ এই কাজলটিকে নিজের চোখে লাগালে সমস্ত জগৎ আপনার বশে চলে আসবে৷ এই কাজলটি ভুলেও কাউকে দেবেন না৷
ডালিমের পাঁচটি বস্তু (ফল, ফুল, পাতা, শিকড়, ছাল) ইত্যাদি ও সাদা পল্লবের সাথে বেটে তিলক লাগালে সমস্ত জগৎ বশীভূত হয়ে যাবে৷
কর্পূর ও মনোশীলা কলার রসে মিশিয়ে তিলক লাগালে সাধককে যেই দেখবে সেই বশীভূত হয়ে যাবে৷
জাফরান, সিঁদুর ও গোরোচন এই তিনটিকে আমলার সাথে বেটে নিয়ে তিলক লাগালে যে আপনাকে দেখবে, সেই বশীভূত হয়ে যাবে৷
শ্মশান যেখানে অন্য চারাগাছ থাকবে না, সেখানে লাল গোলাপের চারাগাছ লাগিয়ে দিন৷ এর ফুল পূর্ণিমার রাত্রে নিয়ে আসুন৷ যাকে এই ফুলটি দেবেন সে বশীভূত হয়ে যাবে৷ শত্রুর সামনে এই ফুলটি লাগিয়ে তার সামনে গেলে সে কোনও ক্ষতি করতে পারবে না৷