ব্যক্তিবর্গ যেক্ষেত্রে ভবিষ্যৎ গড়তে চান তার প্রকৃতির উপর ভিত্তি করে রত্ন ধারণ করা যেতে পারে৷ ব্যক্তির ভবিষ্যৎ যে গ্রহের কার্যাদির উপর আধারিত,সেই গ্রহ দ্বারা সম্পর্কিত রত্ন ধারণ করা যেতে পারে৷
পান্না : শিক্ষক, ব্রোকার্স, সম্পাদক, প্রকাশক, লেখক, মূদ্রক, বক্তা, গণিতজ্ঞ, বীমা এজেন্ট, ব্যাঙ্ক, পৌর কর্মচারী দোকানদার, বার্তা বাহক, জাদুকর, ডাক্তার (নিঃশ্বাস,চর্মরোগ বিশেষজ্ঞ) শিক্ষা ব্যবস্থায় কর্মরত ব্যক্তিদের পান্না ধারণ করলে সফলতা প্রাপ্তি করবেন৷
পোখরাজ : বক্তা, ন্যায়াধীশ, পূজারী, বিদ্বান, জ্যোতিষী, দার্শনিক,মিনিস্টার, শিক্ষা, চ্যারিটি, পেট রোগ বিশেষজ্ঞ ইত্যাদি চিকিৎসাজনিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পোখরাজ ধারণ করলে ফল পাওয়া যায়৷
হীরা : সৌন্দর্যের প্রসাধন সামগ্রী, শিল্প, অভিনেতা, ফিল্ম, মনোরঞ্জন, জুয়েলারি, সংগীত, সুগন্ধি দ্রব্য, ফুল, বিবাহ সম্পর্কিত কাজ, বিলাসিতার বস্তু, রেস্তোরা, হোটেল, ডিজাইন সম্পর্কিত ব্যবসা করা ব্যক্তিরা হীরা ধারণ করলে লাভবান হবেন৷
নীলা : ইঞ্জিনিয়ারিং, সার্ভিস, কৃষি, সাফাই, পেট্রোলিয়াম,লোহার সাথে সম্পর্কিত কাজ, পাথর, ঠিকাদার, ডাক্তার (দন্ত রোগ, ক্যান্সার, অস্থিরোগ বিশেষজ্ঞ) সম্পর্কিত ব্যবসা করলে হীরা ধারণ করলে লাভবান হওয়া যায়৷