প্রতিটি মানুষই জীবনে সব কাজে সফলতা চেয়ে থাকেন। কিন্তু প্রত্যেক কাজে সফলতা পাওয়া চাট্টিখানি ব্যাপার নয়। জীবনে আমরা যা চাই তা সব তো আর পাওয়া যায় না। তাই এক্ষেত্রে সব কাজে সফলতা পেতে তান্ত্রিক টোটকাগুলির সাহায্য নেওয়া যেতেই পারে।
টোটকা একটি বিশেষ শক্তিশালী পদ্ধতি, যা কিনা তন্ত্র ,আয়ুর্বেদ ইত্যাদি শাস্ত্রের একটি প্রধান অঙ্গ। এছাড়া মা -ঠাকুমারাও সেই সুদূর প্রাচীনকাল থেকে বিশেষ কিছু কারণের জন্য এই পদ্ধতির সাহায্য নিয়ে চলেছেন, যেগুলি বেশিরভাগই আয়ুর্বেদিক টোনা-টোটকা হিসাবে স্বীকৃত। এবার আমি এমন কিছু টোটকার বিবরণ দিতে চলেছি যা করলে দৈনন্দিন জীবনে কাজে সফলতার ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়।
শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাকালীর পূজো করলে প্রত্যেক কাজে সফলতা পাওয়াযায়।
কুমকুম দিয়ে অশ্বত্থ পাতার উপরে ওঁ লিখে লাল আতপ চাল ছড়িয়ে ওই পাতাটি কোনো মন্দিরে রেখে দিলে সব কাজে সফলতা পাওয়া যায়।
তিনটি বেলপাতা কে শিবলিঙ্গে স্থাপন করলে প্রয়োজনীয় কাজে সফলতা পাওয়া যায়। বাইরে যাবার আগে কালো সরষের কিছু দানা বাইরে ছড়িয়ে দিলেও প্রয়োজনীয় কাজে সফলতা পাওয়া যায়।
গুড় ও ছোলা কোনো ফকির কে দান করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। নিজের উপরে একটি রুটিকে ৩১ বার ঘড়ির কাটার মত ঘুরিয়ে চৌরাস্তায় রেখে দিলে ভাগ্য সুপ্রসন্ন হয়।
বাইরে যাবার সময় কিছুটা হিং দক্ষিণ দিকে ছড়িয়ে দিন। হলুদ সর্ষে নিজের উপরে ৭ বার ঘড়ির কাটার মত ঘুরিয়ে আপনার সামনে দিয়ে ঘরের বাইরে ফেলে দিন, যেমন করে কোনো কিছু ছুঁড়ে মারা হয়। এরকম করলে প্রয়োজনীয় কাজে সফলতা পাওয়া যায়।
অল্প পরিমানে লবণ নিজের দরজাতে ফেলে কাজে বেরোন। দেশি ঘিয়ের প্রদীপে একটি এলাচ মা দুর্গার সামনে রেখে দিন। ভগবান শিবের উদ্যেশে ক্ষীরের ভোগ নিবেদন করুন এবং প্রসাদ বিতরণ করুন। এরকম করলে প্রয়োজনীয় কাজে সফলতা পাওয়া যায়।
