জীবনের নানা সমস্যা সমাধানের টোটকা / Tips to solve various problems in life

পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য : পরীক্ষাতে সফলতার জন্য গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন৷ বুধবার দিন গণেশের মন্দিরে গিয়ে দর্শন করুন ও মুগের লাড্ডুর ভোগ অর্পণ করে সফলতার জন্য প্রার্থনা করুন৷

উচ্চ শিক্ষার জন্য : রুপোর চৌকো টুকরো সর্বদা নিজের কাছে রাখুন৷ বুধবারে লাল কাপড়ের থলিতে মৌরি ভরে নিয়ে বালিশের নিচে রাখুন৷ এর সঙ্গে রবিবারে তামার মুদ্রা সাদা অথবা লাল সুতায় বেঁধে গলায় ধারণ করুন৷ ভালো পরিণামের জন্য সূর্যাস্তের পর রাত্রে দুধ খাবেন না৷ দিনে দুধ, দই, ছানা ইত্যাদি খেতে পারেন৷ দই ও ছানা রাত্রেও খেতে পারেন তবে দুধ নয়৷

শিশুদের পড়াশোনায় মন না বসলে : যে শিশুদের পড়াশোনায় মন বসছে না অথবা পরীক্ষায় নম্বর কম পাচ্ছে, তারা নিজের পড়ার ঘরে মা সরস্বতীর ছবি বসিয়ে প্রতিদিন পড়তে বসার আগে গোলাপের ৩টি ধূপ জ্বালিয়ে ঘোরাতে থাকুন ও স্ট্যান্ড এ আটকিয়ে রাখুন৷ হাত জড়ো করে প্রার্থনা করতে থাকুন৷    

ব্যবসায় সমস্যা দূর করবার জন্য : পকেটে রুপোর ছোট শক্ত হাতি সর্বদা সঙ্গে রাখুন৷ মনে রাখবেন এটি ফাঁপা যেন না হয়, নয়তো আশাতীত ফল পাবেন না৷ বাড়ির চাকরকে মিষ্টান্ন, কাপড় ও চাল দান করুন৷ তাদের সাথে ভালো ব্যবহার করুন ও আশীর্বাদ নিতে থাকুন, সমস্যা দূর হয়ে যাবে৷ ব্যবসায় গতি আসবে৷ অমাবস্যায় মন্দিরের বাইরে বসা ভিখারিদের পায়েস দান করুন৷ আশাতীত লাভ পেতে থাকবেন৷                                         


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *