১৷ সম্ভব হলে রুপোর পাত্রে অথবা তামার পাত্রে দুধ রেখে রাত্রে শোবার সময় বিছানায় মাথার কাছে রাখুন ও সূর্যোদয়ের আগে দুধটি অশ্বত্থ গাছের শিকড়ে অর্পণ করুন৷
২৷ সোমবার দিন ব্রত রাখুন, সম্ভব হলে শিব আরাধনার পরে শুধুমাত্র ফলাহার করবেন৷
৩৷ কোনও অভিজ্ঞ বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে ৫ রতির ভালো মানের মুক্ত নিয়ে সেটিকে রুপোর আংটিতে বাঁধিয়ে নিন৷ এই আংটি চন্দ্র মন্ত্রের সাহায্যে অভিষিক্ত করে সোমবার দিন ডান হাতে কনিষ্ঠ আঙুলে ধারণ করুন৷
৪৷ সোমবার দিন প্রয়োজনীয় ব্যক্তি, অনাথ, পশু-পাখি ও বয়স্ক ব্যক্তিদের যথাসাধ্য সেবা করুন৷
৫৷ মন, বাক্য ও কর্ম এই তিনটি বিষয়ে সর্বদা সৎ ও পবিত্র থাকার চেষ্টা করুন৷ এই নিয়মগুলি সঠিক ভাবে করলে মাত্র সাত সপ্তাহেই স্পষ্ট প্রভাব দেখা যাবে৷