চোখের রোগ, মনোমালিন্য ও চাকরি পাওয়ার অব্যর্থ টোটকা / Eye Diseases, Monomalinya and Infallible Tips for Getting a Job

চোখের রোগ থেকে মুক্তি

চোখে যদি ছানি পরে তাহলে, তামার পাত্রে জল ভরে তাতে তামার মুদ্রা ও গুড় দিয়ে প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দান করুন৷ এই নিয়মটি শুক্লপক্ষের প্রথম রবিবার থেকে শুরু করে পরপর চোদ্দটি রবিবার করুন৷ অর্ঘ্য দেবার সময় রোগ থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন৷ এছাড়া পাঁচ ধরনের ফল লাল কাপড়ে বেঁধে কোনও মন্দিরে দান করুন৷ এই কাজটি নিষ্ঠার সাথে করুন, অবশ্যই লাভবান হবেন৷

মতভেদ দূর করবার টোটকা

পুত্রের সাথে পিতার বনিবনা না হলে অমাবস্যা, চতুর্দশী অথবা গ্রহণের দিন পুত্রকে পিতার জুতো থেকে পুরানো মোজা বের করে তার জায়গায় নতুন মোজা রেখে দিতে হবে৷ দুজনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বিবাদ মিটে যাবে৷

চাকরি না পাওয়া গেলে

চাকরি না পাওয়া গেলে মন্দিরে বারোটি ফল অর্পণ করুন৷ এই নিয়মটি নিয়মিত ভাবে করুন ও ঈশ্বরের কাছে চাকরি পাবার জন্য প্রার্থনা করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *