ঘোড়ার সাহায্যে তন্ত্র প্রয়োগ / Tantra applied with the help of horses

ঘোড়ার মলকে জ্বালিয়ে নিয়ে ভস্ম তৈরি করে মাথায় মালিশ করলে চুলের বৃদ্ধি হতে থাকে৷ এতে চুলের সমস্ত রোগ দূর হয়ে চুল স্বচ্ছ ও উজ্জ্বল হয়ে যায়৷

প্রসূতি মহিলাদেরকে ঘোড়ার মলের ধুনো দিলে সে শ্রীঘ্রই প্রসব যন্ত্রনা থেকে মুক্তি পেয়ে যায় ও সন্তানের জন্মবার সময় কোনও অসুবিধার সম্মুখীন হয় না৷

ঘোড়ার আর একটি প্রজাতি হচ্ছে খচ্চর৷ তান্ত্রিক নিয়মে খচ্চরের দাঁতকে ধূপ ও দীপ দিয়ে লক্ষ্মী মন্ত্রের সাহায্যে অভিমন্ত্রিত করুন ও এটিকে পকেটে রাখলে কখনও পকেট খালি থাকবে না অর্থাৎ অর্থাভাব থাকবে না৷

অনেক সময় দেখা যায় যে শিশুরা ঘুমের ঘোরে দাঁত কটকট করতে থাকে৷ তন্ত্রের নিয়মে বলা হয়েছে যে শোবার সময় ঘোড়ার দাঁত ওই শিশুর মাথার কাছে রেখে দিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *