ডিমের ফেস প্যাক
ডিমের সাদা অংশটি ভালো করে ফেটান ও তাতে লেবু নিংড়ে দিন৷ এবার এই ফেস প্যাকটিকে চোখের অংশ ছেড়ে সমস্ত মুখমণ্ডলে, হাতে ও গলায় লাগাতে হবে৷ এর দশ মিনিট পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন৷ ডিমের সাদা অংশটি লোমকূপের ছিদ্রকে টাইট করে, এতে নরম ত্বক টাইট হয়ে যায়৷ ব্রণের সমস্যার জন্য এটি একটি উত্তম ফেস প্যাক৷
চন্দন পাউডার
চন্দন পাউডার শুধুমাত্র ত্বকের ব্রণ সমস্যা দূর করতে সাহায্য করে না, এর সঙ্গে ত্বককে টাইট রাখতেও সাহায্য করে৷ চন্দন পাউডারে গোলাপ জল মিশিয়ে মুখমণ্ডলে লাগিয়ে ৭-১০ মিনিট জল দিয়ে ধুয়ে ফেলুন৷
আদা ও মধু
প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধুতে টুকরো আদা দিয়ে খান৷ এতে আপনি দীর্ঘদিনের ব্রণের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন৷