গ্রহ শান্তির জন্য প্রয়োজনীয় টোটকা / Tips needed for planetary peace

সূর্য একটি নক্ষত্র, কিন্তু আমাদের জীবনে এর প্রভাব অনেকটাই স্থায়ী হয়ে থাকে৷ যদি বলা হয় যে পৃথিবীর সম্পূর্ণ জীবন সূর্যের উপর নির্ভর করে তাহলে এটি বলা একদমই অনুচিত হবে না৷ মানুষের শরীরে চোখ, হৃদয়, যকৃৎ, হাড়, নাড়ি, শারীরিক গঠন, বুদ্ধি, মানসিক স্বাস্থ্য, মাথা যন্ত্রনা, জ্বর, টিবি, ডায়াবেটিস, অর্শ, হৃদপিণ্ড ও হৃদয় সম্পর্কিত রোগগুলি এই কারক গ্রহের জন্য হয়৷  

যে জাতকের রাশিতে সূর্যগ্রহণের  খারাপ প্রভাব থাকে ও তারা যদি এই পরীক্ষিত টোটকাগুলি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করে তাহলে নিশ্চিতভাবে তারা কাজে সফল হবেন৷           

কিছু বিশেষ মহত্বপূর্ণ এবং প্রভাবকারী টোটকা নিম্ন প্রকার:

১৷    কোনও মহত্বপূর্ণ কাজ শুরু করার আগে অথবা কোথাও যাত্রা করার আগে অল্প গুড় ও জল খেয়ে বের হবেন৷

২৷    হরিবংশ পুরাণের পাঠ পড়ুন৷

৩৷   রবিবার দিন নুন সেবন করবেন না, সম্ভব হলে সম্পূর্ণ উপবাস থাকুন৷ এই দিনে সাদা বস্ত্র পরিধান করুন৷

৪৷    ডান হাতের অনামিকা আঙুলে ৫ রতির ভালো মানের চুনী সোনা অথবা তামার আংটিতে ধারণ করুন৷ এই আংটি রবিবার দিন সকালে ব্রহ্মমুহূর্তে ধারণ করুন৷

৫৷   ক্ষমতা অনুযায়ী তামার দুটি টুকরো নিয়ে যে কোনও রবিবার দিন নদীর জলে ভাসিয়ে দিন৷

৬৷   রবিবার দিন কোনও গরিবের সেবা অবশ্যই করুন৷ 

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *