গ্রহ দ্বারা উৎপন্ন কষ্ট থেকে মুক্তির নিয়ম / The law of liberation from suffering caused by the planet

কখনও কখনও অনেক ব্যক্তিকে অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়৷ এর সমাধানের জন্য মানুষ অনেক প্রকারের নিয়ম করেন কিন্তু মনোবাঞ্চিত লাভ পাওয়া সম্ভব হয় না৷ এমনও হতে পারে এই কষ্টটা সে গ্রহের কারণে পাচ্ছে কিন্তু সে এই বিষয়ে কিছু জানতেই পারে না৷ কখনও কখনও সে বিভিন্ন গ্রহের প্রভাবের কারণও দেখতে পান কারণ গ্রহের প্রভাব আমাদের জীবনে সব ক্ষেত্রেই প্রভাবিত করে৷ এখানে আমি এমন কিছু সরল নিয়ম বলতে চলেছি, যার মাধ্যমে জীবনে অনেক কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন৷ এর সঙ্গে কোনও গ্রহের রুষ্টতার কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি নিম্ন নিয়মটি করে সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন৷

সূর্য : যদি আপনি সূর্যের অশুভ প্রভাবের কারণে কোনও বাস্তুকষ্ট থেকে পীড়িত থাকেন তাহলে প্রথম রবিবার ১ কিলো ২৫০ গ্রাম গুড় তীব্র জলপ্রবাহে প্রবাহিত করে দিন ও তার সঙ্গে গুড় ও গম গরুকে খাওয়ান ও শ্রীহরিবিষ্ণুর পুজো করুন৷ এভাবে আপনি ৫ টি রবিবার পর্যন্ত ক্রমাগত করতে থাকুন৷

চন্দ্র : যদি চন্দ্রের অশুভ প্রভাবে আপনার অথবা আপনার মায়ের কষ্ট হলে, ফুসফুসের কোনও রোগ হলে, মানসিক অশান্তি থাকলে, তাহলে আপনি প্রথম সোমবার থেকে ক্রমাগত ১১ টি সোমবার প্রবাহিত জলে একটি সাদা রুমালে ১ কিলো ২৫০ গ্রাম মিশ্রী, একটি রুপোর টুকরো প্রবাহিত করুন৷ শোবার সময় খাটের নিচে একটি পাত্রতে দুধ ভরে রেখে দিন ও সকালে কোনও গাছে দিয়ে দিন৷ শিবের আরাধনা করুন ও সোমবারে ব্রত রাখুন৷

মঙ্গল : যদি কোনও রক্তজনিত রোগ বা ঘন-ঘন দুর্ঘটনা হতে থাকে তাহলে আপনি প্রথম মঙ্গলবারে শ্রী হনুমানজিকে গুড়ের মিষ্টি সিরা অর্পণ করুন ও আটটি মঙ্গলবার গুড়ের সিরা জলে প্রবাহিত করুন৷

বুধ : যদি আপনার কথা বলতে অসুবিধা হয় বা ত্বকের সমস্যা থাকে অথবা ব্যবসাতে ক্ষতি হতে থাকে তাহলে মা দুর্গার পুজোর সাথে একটি তামার পাত্র ছিদ্র করে ৪১ দিন পর্যন্ত ক্রমাগত জলে প্রবাহিত করুন ও ফিটকারী দিয়ে দাঁত পরিষ্কার করুন৷

বৃহস্পতি : যদি আপনার মনে হয় যে আপনার আর্থিক ক্ষতি অনেক বেশি হচ্ছে ও আপনার পরিবারের সদস্যদের পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য হচ্ছে না তাহলে আপনি শ্রী হরিবিষ্ণুপুজোর সাথে-সাথে গরুকে ভোগ বিতরণ করুন৷ মন্দিরে কিছু না কিছু দান করতে থাকুন ও জাফরান  সেবন করার সাথে-সাথে জাফরানের তিলকও লাগান৷

শুক্র : যদি আপনার কোনও প্রকার মূত্ররোগ হয়ে থাকে অথবা স্ত্রীর কোনও রোগ থাকলে আপনি মা লক্ষ্মীর পুজো করুন ও ভোজনের থালা থেকে ভোজ্য খাদ্য সামগ্রী বের করে গরুকে খাওয়ান ও ৯ বছরের কম বয়সী মেয়েদের পায়েস ও মিছরি প্রসাদ দিন৷

শনি : আপনি যখন বাড়ির নির্মাণ করছেন ও তাতে বাধাপ্রাপ্ত হলে আপনি বুঝে নিন যে শনিদেব আপনার প্রতি রুষ্ট আছেন৷ তার প্রসন্নতার জন্য আপনি নিজের ভোজন থেকে খাদ্য সামগ্রী বের করে নিয়ে কাককে খেতে দিন৷ কালো কুকুরকে রুটির উপর সরষের তেল ও গুড় রেখে খাওয়ান ও আটার গুলি তৈরি করে এমন জলে দিন যাতে মাছ থাকবে৷ সম্ভব হলে ভৈরবকে মদ অর্পণ করুন৷

রাহু : যদি আপনার কাজে হঠাৎ বাধা আসে তাহলে আপনি ক্রমাগত ৮ টি বুধবার একটি নারকেল, কাঁচা কয়লা, রাহু যন্ত্র, কালো তিল ও বার্লি একটি নীল বস্ত্রে বেঁধে বিসর্জন দিন৷ এভাবে আপনি পরপর আটটি বুধবার করুন ও মা সরস্বতীকে নীল ফুল প্রদান করুন৷

কেতু : যদি আপনি অনুভব করেন যে ভবন নির্মাণে দুর্ঘটনা অনেক বেশি হচ্ছে তাহলে আপনি শ্রী গনেশের পূজা করুন ও চতুর্থীতে গণেশকে ২১টি বটপাতা যুক্ত মালা অর্পণ করুন৷ উপরোক্ত নিয়মগুলি আপনি যদি করেন তাহলে নিশ্চিত ভাবে কিছু দিন পরে  গ্রহের অসীম কৃপালাভ হবে ও বাস্তুদোষের কারণে আপনি যা কষ্ট পাচ্ছেন তাতেও কিছুটা সমস্যা লাঘব হবে৷ এরপরে আপনার সুখ-সমৃদ্ধি ও অর্থ-সম্পদের কোনও অভাব থাকবে না৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *