গর্ভধারণ, গৃহসুখ-এর উপযুক্ত টোটকা / Suitable tips for pregnancy, home happiness

গর্ভধারণ করার জন্য

যদি আপনার কোনও কারণবশত গর্ভধারণ হচ্ছে না, তাহলে মঙ্গলবার দিন কুমোরের বাড়িতে যান ও প্রার্থনা করে মাটির পাত্রের একটি সুতো নিয়ে আসুন৷ গ্লাসে জল ভরে সুতোটিকে ফেলে দিন৷ কিছুক্ষন পরে সুতোটিকে বার করে সেই জলটি স্বামী-স্ত্রী খেয়ে ফেলুন৷ এই কাজটি শুধুমাত্র মঙ্গলবার দিনই করতে হবে৷ যদি সম্ভব হয় তাহলে স্বামী-স্ত্রী অবশ্যই সেদিন সহবাস করুন৷ গর্ভধারণের আশঙ্কা হলেই সেই সুতোটি হনুমানজির চরণে রেখে আসুন৷

নিজের ঘর-গৃহস্থীকে সুখী করুন

প্রায়শই আমাদের গৃহস্থ জীবনে দেখা যায় যে, বাড়ির জিনিসপত্র ভেঙে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে৷ রান্নাঘরে উন্নতি হচ্ছে না, তাহলে এই অবস্থায় স্ত্রী রান্না করার পর শেষ আগুনটিকে নিভাবেন না ও যখন আগুন নিভে ছাই হয়ে যাবে, তখন ছাইটিকে গোবরে মিশিয়ে রান্নাঘরে লেপন করুন৷ মেঝেতে সেই ছাইটিকে জল দিয়ে মিশিয়ে সেই জল দিয়েই মেঝেতে দিন৷ এই ক্রিয়াটি অনেকবার করতে থাকেন৷ ঘর-গৃহস্থীর ছোটখাটো জিনিস, গ্লাস, বাটি ও চামচ ইত্যাদি হারাবে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *