কুপথে চলে যাওয়া সন্তানের জন্য / For a child who has gone astray

যে সমস্ত সন্তানরা কুপথে চলে গেছে বা নিজের মা-বাবার সম্মান নিয়ে খেলা করে, এরকম সন্তানদের জন্য একটি অনুভূত টোটকা দিচ্ছি৷ আমার অনুরোধ এই ক্রিয়াটির ব্যবহার খুবই প্রয়োজনে অথবা বাধ্যবাধকতায় করুন৷

১৷ কালো জিরা যুক্ত কলাইয়ের একটি কাঁচা পাঁপড়৷

২৷ অল্প পরিমাণে গোটা কালো কলাই৷

৩৷ একটি ছোট গুড়ের টুকরো৷

৪৷ কাঁচা ঘানির সর্ষের তেলের একটি প্রদীপ৷

৫৷ ২.৫ ইঞ্চির একটি লোহার পেরেক (যতটা মোটা হবে)

৬৷ একটি ঘটিতে অল্প গঙ্গা জল, এতে কালো তিল ছড়িয়ে দিন৷ 

৭৷ অল্প পরিমাণে সিঁদুর৷

এই সব বস্তুগুলিকে কাঁচা পাঁপড়ে রেখে দিন (ঠিক সেইভাবে যেভাবে খাবার থালা সাজানো হয়) এই সব বস্তুগুলিকে শনিবার দিন সন্ধেবেলায় যখন দুটি সময় এক হচ্ছে তখন অশ্বত্থ গাছের নীচে রেখে দিন ও ঘটির জল অশ্বত্থ গাছে দিয়ে দিন৷ এরপর পেছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসুন৷

এই ক্রিয়াটি শুধুমাত্র সাতটি শনিবার করতে হবে৷ প্রভুর আশীর্বাদে কুপথে যাওয়া সন্তান ফিরে আসবে৷ এই ক্রিয়াটি গোপন ভাবে করতে হবে৷ কাউকে প্রকাশ করলে টোটকাটি  প্রয়োগহীন হয়ে যাবে৷ এই কথাটা সর্বদা মনে রাখবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *