কিভাবে চিনবেন আসল মুক্তো / How to recognize real pearls

মুক্তো একটি জৈবিক রত্ন৷ কারণ মুক্তো তৈরি হয়ে থাকে নির্মাণ সমুদ্রের অন্তস্থলে৷ সমুদ্রে একটি বিশেষ ধরনের জীব থাকে যাকে শামুক নামে আমরা জানি, এই শামুক সমুদ্রের অন্তস্থলে নিজের ঘর তৈরি করে থাকে৷ মুক্তোর বিষয়ে বলা হয় যে, যখন চন্দ্র, স্বাতী নক্ষত্রে অবস্থান করে তখন জলের ফোঁটা শামুকের মুখে পরে, তখন মুক্তোর জন্ম হয়৷

কাঁচের গ্লাসে জল দিয়ে তাতে মুক্তো রেখে যদি জলে আলো বিচ্ছুরিত হয় তাহলে সেই মুক্তোটি আসল বলে ধরে নেওয়া যায়৷

মাটির পাত্রে গোমূত্র রেখে সারারাত সেটিকে ভিজিয়ে রাখার পর যদি মুক্তোটি খণ্ডিত না হয় তাহলে সেটিকে আসল বলে গণ্য করা হবে৷

মুক্তোকে শস্যের খড় দিয়ে জোরে জোরে ঘষা হলে নকল হলে সেটি টুকরো টুকরো হয়ে যাবে৷

মুক্তোয় কোনও প্রভাব না পড়লে সেই মুক্তোটি আসল বলে গণ্য হবে৷
মুক্তো শুদ্ধ গরুর ঘিয়ে কিছুক্ষনের জন্য রাখার পরে, আসল মুক্তো হলে ঘি গলতে আরম্ভ করে দেবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *