টোটকা ১
অনেক সময় শত চেষ্টার পরেও প্রেমিকা অথবা স্বামী বা স্ত্রীর ভালোবাসা পাওয়া কঠিন হয়ে যায়। এমন অনুভব হয় যে,আপনার প্রতি তার রুচি নেই। দেখা গেছে যে এই আশঙ্কাটা আপনার মনের মধ্যে এমনভাবে জাঁকিয়ে বসেছে যে আপনি আর অন্য কিছু বুঝতেই পারছেন না। হতে পারে এগুলি অন্ধবিশ্বাস কিন্তু প্রেমিকাকে আকর্ষিত করার জন্য এই টোটকাগুলি আমাদের এখানে প্রাচীনকাল থেকে প্রয়োগ করা হচ্ছে।
টোটকা ২
যদি এমন মনে হয় যে প্রেমিক বা স্বামীর ব্যবহার খারাপ হচ্ছে বা আপনার প্রতি ভালোবাসা থাকছে না তাহলে কোনও শুক্রবার ভগবান কৃষ্ণকে স্মরণ করে তিনটি এলাচ নিজের শরীরে স্পর্শ করে নিজের কাছে রেখে দিন। এবার শনিবার সকালে এই এলাচগুলি পিষে নিয়ে খাদ্য বস্তু বা চায়ের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দিন। এভাবে তিন সপ্তাহ প্রত্যেক শুক্রবার করলে আপনি তার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করবেন।
টোটকা ৩
কাউকে আকর্ষিত করতে হলে হলুদ, গরুর ঘি,গোমূত্র,সর্ষে ও পানের রসকে মিশিয়ে একসঙ্গে পিষে নিন। তারপর এর প্রলেপটি শরীরে লাগান। এতে মহিলারা আকর্ষিত হন।