কিছু ফলপ্রসূ টোটকা / Some fruitful totka

মস্তিক সচল রাখার জন্য সুলেমানি লাল হাকিক পাথর ধারণ করলে উপকার পাওয়া যায়৷

লজ্জাবতীর মূলের শাখা বানিয়ে কোমরে ধারণ করলে অন্ত্রের রোগ সেরে যায়৷

প্লীহা রোগ সারাবার জন্য ছোট পেঁয়াজের মালা গলায় পরা উচিত৷

সমুদ্রের জল শুক্রবার দিন নিয়ে আসুন৷ এই জলটি ফুঁটিয়ে ছেঁকে নিন৷ এতে অল্পবিস্তর গঙ্গার জল মিশিয়ে সেবন করুন৷ এরূপ করলে লাইকোরিয়া রোগ সেরে যায়৷

ডান হাতের মধ্যে আঙুলে লোহার আংটি পরলে স্টোন ডিজিস সেরে যায়৷

ধুতরা ফুলের মূল কোমরে বাঁধলে যে কোনও ধরনের অর্শ রোগ সেরে যায়৷

সাদা সাপের মূল মাথায় বাঁধলে অনিদ্রা রোগ সেরে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *