কিছু ফলপ্রসূ টোটকা/ Some fruitful totka

  • রবিবার দিন গঙ্গাজল নিয়ে আসুন। তাতে ২১ বার গায়েত্রী মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নিন,তারপর সেই জলটি কার্যালয় অথবা দোকানের চারটি দেওয়ালে ভালো করে ছিটিয়ে দিন। এরপর অল্প গোটা কালো মুগ ডাল নিয়ে তাতে ৩১ বার নিম্ন মন্ত্রের জপ করুন ও কার্যালয় ও দোকানের চারদিকে ছিটিয়ে দিন। এই ক্রিয়াটি করলে দোকানের বিক্রি নিরন্তর বাড়তে থাকবে। এই তান্ত্রিক ক্রিয়াটি অনেক বার করতে হবে। মন্ত্রটি নিম্নরূপ:—

ভবর বির তু চেলা মেরা,খোল দুকান কহা কর       মেরা। 

 উঠে জো ডন্ডি বিকে জো মাল, ভবর বির সো নাহি জায়ে।’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *