কিছু পরীক্ষিত টোটকা / Some tested totka

কলমের মূল চিবালে দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷ এটিকে খাওয়া উচিত নয় শুধুমাত্র চিবিয়ে ফেলে দিতে হয়৷

সামুদ্রিক নুনকে শুক্রবার দিন নিয়ে আসুন৷ এটিকে বেটে নিয়ে ভালো করে ছেঁকে নিন৷ এরপর এক চিমটে চূর্ণ গঙ্গাজলের সাথে সেবন করুন৷ এটি নিয়মিত সেবন করলে মহিলাদের শ্বেত প্রদর রোগ ভালো হয়ে যায়৷

ডানহাতের মধ্যমা আঙুলে লোহার আংটি ধারণ করলে বৃক্কতে (কিডনি স্টোন) পাথর হবার শঙ্কা থাকে না৷

ধুতরা ফুলের শিকড় কোমরে বাঁধলে যে কোনও ধরনের অর্শরোগ ভালো হয়ে যায়৷

মুরমুরিয়ার সবুজ চারাগাছের রস শরীরে মালিশ করলে সমস্ত পীড়া দূর হয়ে যায়৷

বাঁশের শিকড় জ্বালিয়ে এটিকে কানে ধারণ করলে শত্রু ভয় থাকে না৷

ময়ূরের পালক বাড়িতে রেখে দিলে সর্প কখনই বাড়িতে প্রবেশ করবে না৷

কেওড়ার শিকড় কানে ধারণ করলে শত্রু ভয় থাকে না৷

হীরা অথবা প্রবাল ধারণ করা ব্যক্তির বিষধর জন্তু-জানোয়ারের ভয় থাকে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *