আমি এখানে কিছু টোটকা সংক্রান্ত তথ্য আলোচনা করেছি৷ আশাকরি, এগুলি জেনে আপনি উপকৃত হবেন৷
ক্লান্তির জন্য
ভ্রমণ থেকে আসার পর ক্লান্তি ভাব আসলে নিজের পা দুটি ভালো করে ধুয়ে নিম্ন মন্ত্রের জপ করুন৷ পায়ের চেটোতে হালকা-হালকা হাত বোলান ও বলুন ‘ওঁ বাসুদেবায় নমঃ’৷ কিছুক্ষণ পর শরীরে চনমনে ভাব আসতে শুরু করবে৷
শিশুদের রক্ষার জন্য
শিশুদের দুধ খাওয়ানোর আগে দুধ বাড়িতে তৈরি করে মন্দিরে রেখে দিন৷ তারপর শিশুটিকে দুধ পান করালে সহজেই হজম হয়ে যায়৷
একটি দেশি কর্পূরের টুকরো নিন৷ সেটিকে শিশুটিকে দিয়ে চাটিয়ে নিন৷ বাকি অংশটি হনুমানজির মন্দিরে রেখে আসুন৷
সন্তান প্রাপ্তির জন্য
শুক্রবার দিন ছোলার আটার দুটি রুটি বানিয়ে তার উপর শুকনো সব্জি রেখে কোনও দরিদ্রকে খাওয়ান৷ এই ক্রিয়াটি সাতবার করলে সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে৷ সোমবার দিন গর্ভবতী স্ত্রী দেশি কর্পূরের একটি টুকরো নিন৷ এর অর্ধেক অংশটি ভেঙে জ্বালিয়ে দিন ও অর্ধেক অংশটি শিবের মন্দিরে রেখে দিলেও সুস্থ সন্তান হয়৷ গোশালায় গরু দান করলেও সন্তানের জন্ম হয়৷ কুমারী মেয়ের চরণ ছুঁলেও সন্তানের জন্ম হয়৷ শুক্রবারে আটাতে ছানা মিশিয়ে গরুকে খাওয়ান৷ এতেও সন্তানের জন্ম হয়৷