কিছু অন্যান্য টোটকা / Some other tips

বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি

শুক্লপক্ষের প্রথম সোমবার অথবা বুধবার দিন চকচকে হলুদ বস্ত্র দিয়ে শুদ্ধ কস্তুরী মুড়ে নিয়ে অর্থ রাখবার স্থানে রেখে দিন, বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে৷  

যদি রাস্তায় কোনও সাফাই কর্মীকে রাস্তা পরিষ্কার করতে দেখেন তাহলে তাকে বলতে হবে, চা-জলখাবার খেয়ে নিন বা কিছু খেয়ে নিন, কিছু দান-দক্ষিণা অবশ্যই করুন৷ পরিবারে ভালোবাসা ও সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে৷ যদি সাফাই কর্মী মহিলা হন তাহলে ফল আরও ভালো পাওয়া যাবে৷

মান সম্মান প্রাপ্তির জন্য

সমাজে মান সম্মান প্রাপ্তির জন্য পায়রাদের চালের খুঁদ দিন৷ শুক্রবার বাজরা কিনে শনিবার থেকে দেওয়া শুরু করুন৷

সুস্থ শরীরের জন্য

এক টাকার একটি মুদ্রা নিন৷ রাত্রিবেলায় সেটিকে মাথার কাছে রেখে দিয়ে শুয়ে পড়ুন৷ সকালে এটিকে শ্মশানের দিকে ফেলে আসুন৷ শরীর সুস্থ থাকবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *