কার্যে অধিক লাভ করবার টোটকা / Tips to make more profit at work

আপনার বেশিরভাগ কাজ কি অসফল থেকে যায়? আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আপনি কি অল্প পরিশ্রমে বেশি লাভ পেতে চান? এই পরিস্থিতিতে নিম্ন টোটকাটি করুন ফল পাবেন৷

নিয়ম : বারোটা বাজার আগে সূর্যদেবকে নমস্কার করুন ও কাঁচা সুতায় ‘ওঁ গাং গনপতয়ে নমঃ’ মন্ত্রটি বলতে বলতে কিছুটা দূরে-দূরে সাতটি গিঁট দিন৷ তারপর তাবিজে ভরে সামনের পকেটে রেখে দিন, তাহলে অসফল কার্য সফল হয়ে যাবে৷ বেশিরভাগ কাজ সফল হয়ে যাবে৷ বাধা-বিঘ্ন থেকেও মুক্তি পেয়ে যাবেন৷ অল্প পরিশ্রমেই বেশি লাভ পাবেন৷

চমৎকারী লাভের জন্য নিম্ন মন্ত্রের জপ করতে থাকুন৷

       ওঁ শ্রী হনুমতয়ে নমঃ৷

       ওঁ নমো হরি সঙ্কট মরকটায় স্বাহা৷

       ওঁ শ্রী পবনন্দনায় স্বাহা৷

       ওঁ নমো ভগবতে আনজনাথ স্বাহা৷

       ওঁ মহাবলায় স্বাহা৷

       ওঁ হুং পবনন্দনায় স্বাহা৷

       শ্রী হনুমান কি জয়৷

       ওঁ হনুমন্তে রক্ষ সদা৷

       ওঁ হনুমন্তৈ নমঃ৷

       ওঁ অঞ্জন সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *