কার্যসিদ্ধি, অর্থপ্রাপ্তি ও সফল হওয়ার টোটকা / The key to success, money and success

কার্যসিদ্ধি, সম্পন্নের জন্য

বুধবার দিন এক বাটি বাসমতি চাল দান করুন৷ ঋণ মুক্তি, অর্থ প্রাপ্তি , ব্যবসা বৃদ্ধির জন্য চকচকে লাল রঙের কাপড় নিয়ে কোনও জায়গায় পাতুন৷ এতে লাল চন্দনের টুকরো, লাল গোলাপ ফুল, কুমকুম ও ৫৮টি এক টাকার কয়েন রাখুন৷ তারপর কাপড়ে সমস্ত জিনিস মুড়ে একটি পুটলি বানিয়ে নিজের ব্যবসাক্ষেত্রে অথবা আলমারি ও ক্যাশ বাক্সে রেখে দিন৷ ৬ মাস পরে পুনরায় নবরাত্রির অষ্টমীতিথিতে এই ক্রিয়াটি করুন৷

অর্থ প্রাপ্তির জন্য

এই ক্রিয়াটি শুধুমাত্র মঙ্গলবার থাকে করতে হবে৷ ২২ টি অশ্বত্থ গাছের পাতা ধুয়ে নিন ৷ পূর্ব দিকে মুখ করে প্রত্যেকটি পাতায় ‘রাম’ লিখুন ও এটিকে হনুমানজির চরণে অর্পণ করুন৷

সফলতা প্রাপ্তির জন্য

সর্বার্থ সিদ্ধি যোগে এই ক্রিয়াটি করুন৷ এক বোতল শুদ্ধ মধু নিয়ে তাতে ১১ দানা গুঞ্জা (কুঁচ) দিয়ে দিন ও তারপর শ্রী সুক্ত মন্ত্র পাঠ করুন৷ সম্ভব হলে এই মন্ত্রটি ১০৮ বার আহুতি দ্বারা হবন করুন৷ তারপর এই বোতলটি পূজাস্থলে রেখে দিন৷ সফলতা আসতে শুরু করবে৷

অলসতা দূর করার জন্য

যদি এরকম মনে হয় যে কোনও ব্যক্তির অলসতার কারণে কোনও কার্যে সফল হতে পারছে না তাহলে কাতেরির মূল, শুদ্ধ মধুতে মিশ্রিত করে পিষে নিন৷ এই দ্রব্যটি শোঁকা মাত্র অলসতা দূর হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *