কানের জল বার করার পদ্ধতি / How to remove ear water

অনেক সময় শাওয়ারে স্নান করা বা সাঁতার কাটবার সময় কানে জল ঢুকে যায়৷ এতে কানে এক প্রকারের কম্পমান তরঙ্গের অনুভব হতে থাকে৷ এটি অনেক সময় খুবই কষ্টদায়ক হয়ে থাকে৷ এতে কানে অসহনীয় ব্যথা বা শ্রবণক্ষমতাও হ্রাস পেতে পারে৷

প্রথম পদ্ধতি : নিজের হাতের চেটোর সাহায্যে কয়েক সেকেন্ড কানটিকে চেপে ধরুন ও তারপর এক নিমেষে হাতটিকে সরিয়ে ফেলুন৷ এতে একটি অস্থায়ী ভ্যাকুয়ম প্রক্রিয়ার সৃষ্টি হবে ও এর সাহায্যে জলটি বাইরে বেরিয়ে আসবে৷ এরপর কটন বাড দিয়ে অতিরিক্ত জল বাইরে বের করতে পারেন৷

দ্বিতীয় পদ্ধতি : নিজের মুখ বন্ধ করুন ও নাকটি আঙুল দিয়ে চেপে ধরুন৷ একটি দীর্ঘ প্রশ্বাস নিন ও তারপর নাক থেকে নিশ্বাস ছাড়ুন৷ এই প্রক্রিয়া বাতাসের চাপকে নিয়ন্ত্রণ রাখে৷ এতে কানের ভিতরে হওয়া কম্পন থেকে মুক্তি পাওয়া যায়৷

তৃতীয় পদ্ধতি : জমা জল কান থেকে বার করবার জন্য আপনি ড্রায়ারের ব্যবহার করতে পারেন৷ ব্লো ড্রায়ারটিকে কানের কাছে প্রায় একফুট দূরত্বে রাখুন৷ হিট ও ব্লোড্রায়ারটিকে নিচের অংশে রাখুন৷ এবার এটিকে খুলে কানে হাওয়া ব্লো করুন৷ কয়েক সেকেন্ড পর্যন্ত এরকম করতে থাকুন৷ প্রয়োজন হলে এই প্রক্রিয়াটি দ্বিতীয় বার করুন৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *