কাজে সফল হওয়ার টোটকা / Totkas to be successful at work

কোনও একটি দেওয়ালির রাতে কাঁচা সুতো নিয়ে আসুন৷ মা লক্ষ্মীর সামনে বসে শ্রদ্ধাপূর্বক বিতরণ করুন৷ গুঁড়ো কুমকুমের ছিটা লাগান৷ এরপর ব্যবসার স্থানে কোনও উপরের দিকে টাঙিয়ে দিন৷ চেষ্টা করবেন প্রত্যেক দেওয়ালীতে এই ক্রিয়া ঠিকমতো যেন করা হয়৷ এরকম করলে অংশীদারিত্ব বজায় থাকবে৷

কোনও শনিবার কর্মস্থলে যাওয়ার সময় যদি রাস্তায় পরে থাকা পেরেক দেখতে পেলে তা তুলে নিন৷ এরপর এই পেরেকটি সর্বপ্রথম মহিষের মূত্র ও গঙ্গাজল দিয়ে ধুয়ে ওই পেরেকের প্রভাবে কর্মচারীর অকস্মাৎ পালানো বন্ধ হয়ে যাবে৷

ব্যক্তি বিশেষে অথবা দলের মধ্যে থেকে সেই ব্যক্তির জুতো যেটা আলাদা পরে আছে, নিয়ে এসে জলে ডুবিয়ে দিন৷ তাদের ঝগড়া শুরু হয়ে যাবে আর ততক্ষণ থাকবে যতক্ষণ ওই জুতোটি জলে ডোবানো থাকবে৷

সকালবেলা সূর্য যতক্ষণ থাকবে, তখন আপনি এই টোটকাটি করতে পারেন৷ সূর্য যখন অস্ত যাবে তখন এই টোটকাটির প্রভাব থাকবে না৷ সর্বপ্রথম আপনি সূর্যকে প্রণাম করুন ও কাঁচা সুতো নিয়ে তাতে নিম্ন মন্ত্রটি পড়ার পর সাতটি গিঁট লাগান৷ এরপর আপনি এই সুতোটাকে তাবিজের সামনের পকেটে রেখে চলে আসুন৷ অসমাপ্ত কাজ সমাপ্ত হবে ও সেই দিন থেকে কাজ হতেই থাকবে৷ মন্ত্রটি এই প্রকার— ‘ওঁ গাং গাং গণপতয়ে নমঃ৷’

মঙ্গলবার দিন লাল প্রবাল নিয়ে আসুন৷ ওই দিনেই সেটি সাঁকরাকে দিয়ে গড়িয়ে নিন৷ এর পর ‘শ্রী রাম দুতায় হনুমতয়ে নমঃ’ জপ করে পরিধান করুন৷ আমার পূর্ণ বিশ্বাস যে আলস্য শরীর থেকে দূর হয়ে আপনার কার্য ক্ষমতা বাড়িয়ে তুলবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *