আর্থিক অভাব ও ঋণমুক্তির অতীব শক্তিশালী যন্ত্রম / Strong Yantram for Financial Poorness and Discharge from Debt

এই প্রবন্ধে , আমি একটি এমন যন্ত্রম সম্পর্কে আলোচনা করতে চলেছি , যে যন্ত্রমটি  প্রকৃতপক্ষেই টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল এবং  খুবই প্রভাবশালী একটি যন্ত্রম ।যন্ত্রমটি বহু প্রাচীন একটি যন্ত্রম, বহু ব্যবহৃত এবং সত্যিকারেই আশু ফলপ্রদ। যিনি আর্থিক ভাবে ক্রমশই দুর্বল হয়ে পড়ছেন  এবং শত চেষ্টা করেও আর্থিক দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য শত চেষ্টা করেও মুক্তি পাচ্ছেন না, তিনি নিয়ম করে এইযন্ত্রমটি ধারণ করলে অবশ্যই আর্থিক অভাব ও দারিদ্র থেকে মুক্তি পাবেন।

আমরা জানি, টাকা পয়সা যে ব্যক্তির নেই বা আর্থিক বিষয়ে যে কমজোরি , সেই ব্যক্তি জীবন সংগ্রামে পিছিয়ে পড়েন এবং তাঁর জীবন টি অগোছালো ও সংঘর্ষ পূর্ণ হয়ে যায়। এই বিষয় টি যেমন অসহনীয় তেমনই অতীব যন্ত্রণাদায়ক। এই ভাবে চলতে থাকলে ওই ব্যক্তি মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন, হিতাহিত জ্ঞান তাঁর আর থাকে না। এমন অবস্থায় এই যন্ত্রমটি নিয়ম করে তৈরি করে, ধারণ করলে সেই ব্যক্তি টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র থেকে অবশ্যই পরিত্রান পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।


এই আর্থিক অভাব ও ঋণমুক্তির অতীব শক্তিশালী যন্ত্রমটি ঋণ থেকেও মুক্তি দিয়ে থাকে। আমাদের জীবনে বহু মানুষেরই ঋণ থাকে, আর্থিক ঋণের জালে জড়িয়ে মানুষের অবস্থা হয় শোচনীয়। ঋণগ্রস্থ বহু মানুষের ঋণের বোঝা আবার ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। ঋণের নাগপাশে জড়িয়ে গিয়ে তাঁদের নাভিশ্বাস উঠতে থাকে। এই বিশেষ যন্ত্রমটি টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার সাথে সাথে মানুষকে ঋণের বোঝা থেকেও মুক্তি দেয়। যন্ত্রমটির আরো একটি বিশেষ শক্তি আছে , সেটি হল , যন্ত্রমটি সঠিকভাবে তৈরি করে ধারণ করলে, ব্যবহারকারীর আর্থিক ঋণের জালে জড়িয়ে পড়তেও হয় না।

এইবার আসি যন্ত্রমটি তৈরি করার প্রসঙ্গে, যে কোনও মাসের শুক্লপক্ষের শুভতিথিতে সকল ৬ টা থেকে ৮ টার মধ্যে বা সন্ধ্যা ৭ টা থেকে – রাত্রি ৯টার মধ্যে যন্ত্রমটি তৈরি করতে হবে, শুক্লা দ্বিতীয়া , দশমী,দ্বাদশী তিথি ও সোম,বৃহস্পতি,শুক্র, বার হলে ভালো হয়। অষ্টগন্ধ কালি ও ডালিমের কলম দিয়ে ভুজ্যপত্রের উপর, পশ্চিমদিকে মুখ করে বসে যন্ত্রমটি লিখতে হবে। যন্ত্রমটি শুকিয়ে গেলে যন্ত্রমটিকে পূজা করে ও লোবানের ধোঁয়া দিয়ে, সোনা বা রূপার তাবিজে ভরে গলায় এ পুরুষেরা ডানহাতে ও মহিলাগণ বামহাতে ধারণ করবেন।

You may also like
আপনার এই প্রবন্ধগুলিও ভালো লাগবে 
आपको इन अर्तिक्लेओ भी पसंद आएगा 
মনের মতো স্বামী লাভের মন্ত্র / मनपसंद पति लाभ की मंत्र
तीन बहुत आसान और शक्तिशाली तंत्र टिप्स
ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস
অম্বল, গ্যাস ও বদহজমের জন্য একটি শক্তিশালী টোটকা
চক্ষুরোগ নিবারণ ও চোখের জ্যোতিবৃদ্ধির মন্ত্র / Prevention from Eye Disease,and increase Eye Strength
তন্ত্রমতে প্রেম -প্রীতি – ভালোবাসার অভূতপূর্ব টোটকা / Unique Tantra Tips for Love
क्रोध और घर में गलतफहमी से राहत पाने के लिए दो बहुत उपयोगी तंत्र टोटके
সহজে সবাইকে আকর্ষণ করতে একটি খুব সহজ এবং সরল মোহিনী বশীকরণ মন্ত্র / A very simple and straightforward magical enchantment spell for Easier to attract everyone
ব্যবসার বাধানাশ ও উন্নতির জন্য ৮টি অনবদ্য তন্ত্র টোটকা টিপস / 8  impeccable Tantra Tips or  remedies to improve for the system of own business
পড়াশোনায় অমনোযোগ, স্মরণশক্তিবৃদ্ধি  ও বিদ্যায় সফলতা পেতে অদ্বিতীয় সরস্বতী যন্ত্রম ও সরস্বতী মন্ত্র
বিদ্যা এবং ব্যবসায়ে উন্নতির জন্য অনবদ্য ও শক্তিশালী যন্ত্রম
জ্ঞান, বুদ্ধি,উন্নতি লাভ ও রোগ কষ্ট দূর করার অনবদ্য যন্ত্রম
বিবাহের বাধা দূর করতে একটি অতি ক্ষমতাসম্পন্ন যন্ত্রম
আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১
আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২
টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল লক্ষ্মী মন্ত্র
টাকার অভাব ও গরিবী দূর করার জন্য একটি প্রভূত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র -৩
অর্থবৃদ্ধি ও ব্যবসাবৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র – 8 / The unique and Powerful Laxmi Mantra for enhance Money and Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *