আর্থিকভাবে লাভবান হতে কিছু নিয়ম / Some rules to be financially profitable

বাড়িতে যতগুলি দরজা রয়েছে, এগুলিতে মাঝে-মাঝে তেল অবশ্যই দিতে থাকুন৷ এর থেকে কোনও ধরনের শব্দ আসা উচিত নয়৷

কোনও দিন যদি বাড়িতে শিশু সকালে ঘুম থেকে উঠে কিছু খেতে চায় অথবা বিনা কারণে কাঁদতে থাকে তাহলে বাড়ির প্রত্যেক সদস্যকে সাবধান থাকতে হবে কারণ এটি একটি অশুভ লক্ষণ৷

কখনও কাউকে ভিক্ষা দেবার সময় তাকে বাড়ির ভিতরে আসতে দেবেন না৷ ভিক্ষা বাড়ির ভিতর থেকে করুন৷

 যদি নিয়মিত ভাবে বাড়ির প্রথম রুটি গরুকে ও শেষ রুটি কুকুরকে খাওয়ান তাহলে আপনার ভাগ্যের সিঁড়ি খুলতে বেশি সময় লাগবে না৷

 আপনি নিজের বাড়িতে কিছু কাঁচা স্থান অবশ্যই রাখুন৷ যদি সম্ভব হয় তাহলে বাড়ির মাঝখানে রাখুন,যদি সেখানে তুলসী চারাগাছ লাগান তাহলে সমস্ত কার্য সফলতাপূর্বক হবে৷

 আপনি বৃহস্পতিবারে কলাগাছে জল অর্পণ করুন ও ঘি-এর প্রদীপ জ্বালান৷ শনিবারে অশ্বত্থ গাছে গুড়, দুধ মিশ্রিত মিষ্টি জল ও সরষের তেলের প্রদীপ দিতে পারেন তাহলে কোনওদিন আর্থিক অনটন থাকবে না৷

 আর্থিক সম্পন্নতার জন্য আপনি নিয়ম করে নিন যে প্রতিদিন কোনও অশ্বত্থ গাছে জল অবশ্যই দেবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *