অর্থ সঞ্চয় করবার জন্য নিয়ম
টাকা কখনও আঙুলে থুতু লাগিয়ে গুনবেন না৷
কখনও সূর্যাস্তের পরে বাড়িতে ঝাড়ু লাগাবেন না৷
বুধবার দিন কোনও ব্যক্তিকে পয়সাকড়ি ধার দেবেন না৷
সুখী বিবাহিত জীবনের জন্য নিয়ম
নিজের জীবনসঙ্গীকে কম রোজগারের জন্য কখনও কটু কথা বলবেন না৷
প্রতিদিন সকালে কলা ও অশ্বত্থ গাছ পুজো করুন৷
সর্বদা নিজের মাসিক বেতন থেকে নিজের স্ত্রীকে কিছুটা দিন ও তাকে বলুন যে, ব্যবহার করার আগে এই অর্থ সিন্দুকে রাখতে৷
নিজের স্ত্রীকে সর্বদা মা লক্ষ্মীর মতো সম্মান করুন৷
স্বামীর খাওয়া দাওয়ার পর স্ত্রীকে স্বামীর থালা থেকে কিছু খাবার খাওয়া উচিত৷