অর্থ প্রাপ্তির টোটকা / To get wealth

আজকের যুগে প্রত্যেক ব্যক্তি শীঘ্র প্রতিষ্ঠা লাভ করতে চায়। অর্থ প্রাপ্তির জন্য প্রাণ-প্রতিষ্ঠিত কনকধারার যন্ত্রমের সামনে কণকধারা স্তোত্র পাঠ করলে বিশেষ লাভবান হওয়া যায়। এই কণকধারা যন্ত্রমের পূজো অর্চনা করলে ঋণ ও দারিদ্রতা থেকে সত্বর মুক্তি পাওয়া যায়। ব্যবসায় উন্নতি হয়, বেকারদের রোজগারের সন্ধান হয়। 

  • অর্থ প্রাপ্তির জন্য কোনও দেবী মন্দিরে গুপ্তভাবে দান করুন ও নিজের মায়ের সেবা করুন।
  • শ্রী মহালক্ষ্মী যন্ত্রমের পুজোর ফলে মানুষের জন্ম-জন্মান্তরের দারিদ্রতা নাশ হয়ে অর্থ প্রাপ্তির প্রবল যোগাযোগ ঘটে যায়। 
  • অর্থ প্রাপ্তির জন্য হলুদ  আভাযুক্ত মুক্ত ধারণ করা বিশেষ লাভবান হয়ে থাকে। 
  • নিজের ইষ্টদেবের স্মরণ করে আটার ১০৮টি গোল্লা তৈরী করুন। এই গোল্লাগুলি ১০৮ দিন পর্যন্ত্য প্রতিদিন মাছকে খাওয়ালে অর্থ প্রাপ্তির পথ সুগম হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *