১৷ অমাবস্যার দিন একটি লেবুকে সকাল থেকে ঘরের মন্দিরে পরিষ্কার করে রেখে দিন৷ এরপর এটিকে নিজের মাথা উপরে ঘুরিয়ে নিয়ে চারটি সমান ভাগে কেটে নিয়ে রাত্রে চৌরাস্তায় গিয়ে চারদিকে ফেলে দিন৷
২৷ অমাবস্যার দিন আপনি মাছেদের আটার গোল্লা খাওয়ান৷
৩৷ অমাবস্যার দিন কালো পিঁপড়াদের চিনি মেশানো আটা খাওয়ান৷
৪৷ অমাবস্যার দিন ভালো পুরোহিত দিয়ে নিজের বাড়িতে শিবের পুজো ও যজ্ঞ করা উচিত৷
৫৷ অমাবস্যার রাত্রে ৫টি লাল ফুল ও ৫টি জ্বলন্ত প্রদীপ প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷
৬৷ অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজো করুন, গাছে পৈতা ও অন্য পুজোর সামগ্রী অর্পণ করুন৷ ৭৷ অমাবস্যার দিন স্টিলের ঘটিতে দুধ, জল, কালো ও সাদা তিল ও বার্লি মিশিয়ে অশ্বত্থ গাছের শিকড়ে অর্পণ করুন৷