স্বপ্ণ থেকে মুক্তি পেয়ে যাবেন৷
যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সুন্দরকাণ্ড অথবা হনুমান সমস্যা পাঠ করুন অথবা হনুমানজির মন্দিরে গিয়ে প্রতিদিন সিঁদুরের তিলক লাগান৷
শোবার সময় শয়ন কক্ষে ডান হাতের দিকে জল ভরা তামার ছোট পাত্র রাখুন৷
রান্নাঘরে অগ্ণি কোণে তেলের প্রদীপ জ্বালান৷ এই প্রদীপে সিঁদুর দিয়ে দিন৷ প্রদীপের শিখা শেষ মুহূর্ত পর্যন্ত জ্বলে গেলে হালকা করে সিঁদুরের তিলক লাগান৷
স্বপ্ণে নদী, ঝরনা জল দেখা গেলে এটি পিতৃ দোষের কারণে হয়ে থাকে৷ এই দোষ কাটাবার জন্য অমাবস্যার দিন আতপ চাল, চিনি ও ঘিয়ের মিশ্রণ অশ্বত্থ গাছে সূর্যাস্তের পরে অর্পণ করুন৷ মনে রাখবেন চাল অর্পণ করে ফিরবার সময় পিছনদিকে ঘুরে তাকাবেন না ও বাড়িতে প্রবেশ করবার আগে হাত-পা ধুয়ে প্রবেশ করুন৷