• যদি নিয়মিত ভাবে বাড়ির প্রথম রুটি গরুকে ও শেষ রুটি কুকুরকে খাওয়ান তাহলে আপনার ভাগ্যের সিঁড়ি খুলতে বেশি সময় লাগবে না৷
• বাড়িতে নুন কখনও খোলা পাত্রে রাখবেন না৷
আপনি নিজের বাড়িতে কিছু কাঁচা স্থান অবশ্যই রাখুন৷ যদি সম্ভব হয় তাহলে বাড়ির মাঝখানে রাখুন,যদি সেখানে তুলসী চারাগাছ লাগান তাহলে সমস্ত কার্য সফলতাপূর্বক হবে৷
আপনি বৃহস্পতিবারে কলাগাছে জল অর্পণ করুন ও ঘি-এর প্রদীপ জ্বালান৷ শনিবারে অশ্বত্থ গাছে গুড়, দুধ মিশ্রিত মিষ্টি জল ও সরষের তেলের প্রদীপ দিতে পারেন তাহলে কোনওদিন আর্থিক অনটন থাকবে না৷