বাড়িতে কলহ হলে
বাড়িতে কলহ হলে এই ক্রিয়াটি করুন৷ বাড়িতে গমের আটা শুধুমাত্র সোমবার দিন পেষান৷ পেষানোর আগে এতে অল্প পরিমাণে ছোলা মিশিয়ে দিন৷ এই ধরনের আটার রুটি সেবন করলে বাড়িতে সমস্ত কলহ আস্তে-আস্তে শেষ হয়ে যাবে৷
কোনও ব্যক্তিকে এড়িয়ে যাবার জন্য
যদি কোনও ব্যক্তি ব্যবসা অথবা চাকরিতে বিরক্ত করছে তাহলে এই ক্রিয়াটি করুন৷ একটি সাদা অর্ধেক মিটারের কাপড় নিন৷ তাতে কাজল দিয়ে উক্ত ব্যক্তিটির নাম নিজের তর্জনী আঙ্গুল দ্বারা লিখুন৷ উক্ত ব্যক্তিটির নামে যতগুলি অক্ষর আছে, ততবার তার উপর থুথু দিতে থাকুন৷
ঋণমুক্তির জন্য
শুক্ল পক্ষের মঙ্গলবারে আটাতে গুড় দিয়ে পোয়া বানিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে আসুন ও দরিদ্রদের খাওয়ান৷ ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন৷
কোনও কার্য অসফল হলে
যদি দেখেন যে আপনার কোনও কার্য সফল হচ্ছে না তাহলে এই ক্রিয়াটি করুন—ভোরবেলা কাঁচা সুতো নিয়ে সূর্যের সামনে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে নমস্কার করে ‘ওঁ হ্রীং ঘৃণী সূর্য আদিত্য শ্রী’ মন্ত্রটি বলে সূর্যদেবকে জল অর্পণ করুন৷ জলটিতে কুমকুম, চাল, চিনি ও লাল ফুল দিন৷ এরপর কাঁচা সুতোটিকে (পৈতার সুতো) সূর্যদেবের দিকে করে গনেশজির নাম মনে-মনে স্মরণ করে সাতটি গিঁট লাগান৷ এরপর এই সুতোটি কোনও বাক্সে রেখে নিজের জামার পকেটে রেখে দিলে আপনার অসমাপ্ত কাজ সফল হয়ে যাবে৷